বুধবার ● ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অতিরিক্ত ভাড়া আদায় করা যাবেনা : রাঙামাটি জেলা প্রশাসন
অতিরিক্ত ভাড়া আদায় করা যাবেনা : রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটি জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১ আগস্ট থেকে মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মোট গণপরিবহনের অর্ধেক চলাচল করবে এবং পূর্বের ন্যায় সরকারি বিধি অনুযায়ী যাত্রী পরিবহন করা যাবে।
উল্লেখ্য যে, যাতায়াত ভাড়া কোভিড পরিস্থিতি সৃষ্টি হওয়ার পূর্বের হিসাব অনুযায়ী বলবৎ থাকবে এবং কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবেনা।
সকল যাত্রীকে মাস্ক পরিধান করতে হবে এবং সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। গণপরিবহন, বাজার, অফিস–আদালতসহ সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণে কোন প্রকার অবহেলা বা ব্যতয় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য যে, জনস্বার্থে সকল প্রকার গণজমায়েত এবং সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।
নির্দেশক্রমে
জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলা।