মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীতে মত্স্য সংরক্ষণ সপ্তাহে সাঁতার প্রতিযোগিতা
ঈশ্বরদীতে মত্স্য সংরক্ষণ সপ্তাহে সাঁতার প্রতিযোগিতা
ঈশ্বরদী প্রতিনিধি :: (৮ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫২ মিঃ) জাটকা মাছ বাড়তে দিন ফিরবে মোদের সোনালী দিন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ উত্যাপন উপলক্ষে ঈশ্বরদী মত্স্য অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ মঙ্গলবার দুপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরন করেন ঈিশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু৷
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন , উপজেলা ভাইস চেয়ারম্যান, নারী সংগঠক ও শিক্ষানুরাগী মাহজেবিন শিরিন পিয়া ও উপজেলা মত্স্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া৷ ৷
বক্তারা বলেন, জাটকা মাছ বাড়তে না দিলে ক্রমান্বয়ে এদেশের নদী ও সমুদ্র থেকে ইলিশ মাছ কমে যাবে৷ ইলিশ মাছ নিধণ রোধে জাটকা সংরক্ষণ সপ্তাহ উত্যাপন করা হয়েছে৷ এ উপলক্ষে মত্স্যজীবীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ বক্তারা মত্স্যজীবীদের উদ্দেশ্যে আরও বলেন, জাটকা মাছ ইলিশে পরিনত হলে আপনারাই তা ধরে বাজারে বিক্রি করবেন৷ জাটকার পোনা পরিপূর্ণ ইলিশে পরিনত হলে নদীতে প্রচুর পরিমানে মাছ হবে৷ আপনাদের জালেও প্রচুর পরিমানে মাছ উঠবে৷ এই জাটকা ধরে ফেললে নদী থেকে মাছ শেষ হয়ে যাবে, তখন আপনারা নদীতে আর মাছ পাবেন না বেকার সময় কাটাতে হবে৷