বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহের ডিসি করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে
ময়মনসিংহের ডিসি করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।
গতকাল বুধবার (১১ আগস্ট) রাতে বিষয়টি জেলা প্রশাসক নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত দু-তিন দিন যাবত তিনি জ্বর অনুভব করলে পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে, তার শারীরিক তেমন কোনো জটিলতা না থাকায় বাংলোতে আইসোলেশনে আছেন।’
এ সময় দ্রুত করোনা থেকে মুক্তি পেতে সবার দোয়া চান ডিসি এনামুল হক।
মোহাম্মদ এনামুল হক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মোহাম্মদ আব্দুস সামাদ ও মোসাম্মৎ ফিরোজা বেগম দম্পতির সন্তান।
তিনি ২০০৩ সালে ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন।
চলতি বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহের জেলা প্রশাসক পদে নিয়োগ পান।