শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৬জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শুক্রবার ১৩ আগষ্ট সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুস সালাম (৭৫), সুখ রঞ্জন (৬৫), মুক্তাগাছা উপজেলার মমতা বেগম (৪৫), ফুলবাড়ীয়ার হাসিনা বেগম (৬০), নেত্রকোণার দুগাপুরের আয়েশা আক্তার(৬৫) এবং পাবনা জেলার অন্তিমা সরকার (৬৫)।
জেলাওয়ারী করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহে ৪জন, নেত্রকোণা, এবং পাবনা জেলার ১ জন করে।
এ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের হাসিনা খাতুন (৬৫), মফিজুল ইসলাম (৬০), তারাকান্দা উপজেলার ইস্রাফিল মিয়া (৫৫), ভালুকার শাহানাজ জামান (৪৫), গফরগাঁওয়ের সোহরাব (৮০) রানুজা আক্তার (৫০), গৌরীপুরের হযরত আলী (৫৪), ধোবাউড়ার মমেনা বেগম(৪০),ফুলবাড়ীয়ার আজিজুল হক (৯০) এবং গাজীপুরের শ্রীপুরের রোকসানা বেগম(৫৫)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের ৯ জন এবং গাজীপুর জেলার ১ জন।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৯৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন। নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।
এদিকে জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী পাওয়া সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষা করে পজেটিভ হয়েছেন ১৮২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৯ শতাংশ।