রবিবার ● ১৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ২৫ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ২৫ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ২৫জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে ১৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ রবিবার ১৫ আগষ্ট সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), পরিমল চন্দ্র দে (৯০), নূরুল ইসলাম (৬০), ত্রিশাল উপজেলার আনোয়ারা বেগম (৭৭), হাসিনা বেগম(৬২), নান্দাইলের আব্দুল হেলিম (৬৫), হালুয়াঘাটের বিজয় রিচিল (৬০), তারাকান্দার ইউসুফ আলী(৮০), নেত্রকোণার মোহনগঞ্জের জাহানারা বেগম(৫৪) এবং শেরপুর শ্রীবর্দীর মাহমুদা খাতুন(৬৪)।
জেলাওয়ারী করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের ৮জন, নেত্রকোণা এবং শেরপুর জেলার ১ জন করে।
এ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সীমা সাহা (৫০), লুৎফুন্নাহার বেগম (৮৩), ত্রিশাল উপজেলার শামীমা নাসরিন (২৬), গফরগাঁওয়ের রমিজউদ্দীন ( ৮৫), সালেহা খাতুন(২৫), ঈশ্বরগঞ্জের রওশন আরা (৫০), ফুলবাড়ীয়ার আবু বকর সিদ্দিক (৬০), মুক্তাগাছার জরিনা খাতুন (৫৫), নান্দাইলের খোদেজা বেগম (৪৬), গৌরীপুরের শিরিন আক্তার(৫০), নেত্রকোণার পূর্বধলার ফরহাদ (৪৫), কেন্দুয়ার আব্দুর রহমান (৮৫), জামালপুরের দেওয়ানগঞ্জের রোকেয়া খাতুন (৬০), টাংগাইলের মধুপুরের আকবর আলী (৬০) এবং কিশোরগঞ্জের সুমেতা (৬০)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের ১০ জন, নেত্রকোণার ২জন, জামালপুর, কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলের একজন করে।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৫৯ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।
এদিকে জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী পাওয়া সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় র্যাপিড এন্টিজেন টেস্টে ৪৮ জন ও আরটিপিসিআর টেস্টে ১৩৮জনসহ মোট ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করে পজেটিভ হয়েছেন ১৮৬ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ১৯ শতাংশ।
অপরদিকে ময়মনসিংহ জেলায় উপজেলাওয়ারী সনাক্তদের মধ্যে ময়মনসিংহ সদরে ৯২জন, মুক্তাগাছায় ২৫জন, ফুলপুরে ১৭জন, ত্রিশালে ১১জন,গৌরীপুরে ৯জন, ঈশ্বরগঞ্জে ৮জন, গফরগাঁওয়ে ৮ জন, ভালুকায় ৬জন, ফুলবাড়ীয়ায় ৫ জন, নান্দাইলে ৪জন, তারাকান্দায় ৩জন এবং হালুয়াঘাটে ২জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৯,১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।