মঙ্গলবার ● ১৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড
গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সে মিনিবাসের সুপারভাইজার। অপর তিন আসামীর খালাস প্রদান করেন আদালত।
আজ মঙ্গলবার ১৭ আগস্ট সকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের হিলিগামী সাম্যরাজা-১ পরিবহনের মিনিবাসের সুপারভাইজার পারভেজের কাছ থেকে ৪৫০ গ্রাম হিরোইন উদ্ধার করে র্যাব। এসময় পারভেজ ও চেইনমাস্টার আফাজ উদ্দিরকে আটক করা হয়।
পরে এঘটনায় মোট চারজনের নামে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়। পরে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পারভেজ, আফাজ উদ্দিন, দুদু মিয়া ও সাইদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই বাসের সুপারভাইজার বগুড়ার বাসিন্দা হাজতাবদ্ধ পারভেজের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। বাকি তিন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন আদালত।