বুধবার ● ১৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১০জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ৬১টি নমুনা পরীক্ষায় ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ।
আজ বুধবার ১৮ আগষ্ট সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার আমেনা খাতুন(৮৫), মুক্তাগাছার প্রমথ চন্দ্র দাস (৭১), নেত্রকোণার কেন্দুয়ার দুখু মিয়া (৮০) ও জামালপুরের সরিষাবাড়ীর সাজেদা (৪৫)।
জেলাওয়ারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ২ জন, নেত্রকোণা ও জামালপুর জেলার ১ জন করে।
আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হাসিনা বেগম (৬০), গফরগাঁওয়ের ইব্রাহিম মিয়া (৭৫), ধোবাউড়ার জসিম উদ্দিন (৫৫), ত্রিশালের ইব্রাহিম (৭০), নেত্রকোণার মোহনগঞ্জের তহুরা বেগম(৫০) এবং সুনামগঞ্জের জামালগঞ্জের রইছুদ্দিন (৬০)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ৪ জন, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার ১ জন করে।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩০৪ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে প্রাপ্ত হয়ে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬১টি নমুনার মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ৭২ জন ও আরটিপিসিআর টেস্টে ১২৯ জনের পরীক্ষায় মোট ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ।
অপরদিকে জেলায় উপজেলাওয়ারী করোনা সনাক্তের মধ্যে- ময়মনসিংহ সদরে ১৩২জন, ভালুকায় ১১জন, গৌরীপুরে ১০জন, ত্রিশালে ৯জন,গফরগাঁওয়ে ৯জন, ফুলপুরে ৮জন, মুক্তাগাছায় ৭জন, ফুলবাড়ীয়ায় ৫ জন, তারাকান্দায় ৪জন, নান্দাইলে ৩জন, ধোবাউড়ায় ২জন এবং ঈশ্বরগঞ্জে ১জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৯,৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।