বৃহস্পতিবার ● ১৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » হালদার ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস
হালদার ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র রক্ষায় অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিন চালিত বালুবাহী নৌকা ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৯ আগস্ট সকাল ১০ টা থেকে সাড়ে ১১টায় হালদার-সর্তা মোহনায় অভিযান পরিচালনা করে রাউজান উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ও উপজেলা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, পুলিশ, আনসার, ও আইডিএফ’র কর্মকর্তা কবি রাশেদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ বিষযে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদার জীববৈচিত্র্য রক্ষায় ও মা মাছ, ডলফিন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
রাউজানে শোহাদায়ে কারবালা ও জিয়াউল হক মাইজভান্ডারী স্মরনে মাহফিল
রাউজান :: মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ হিংগলা ৯নং ওয়ার্ড কলমপতি শাখার উদ্যোগে ও সাংবাদিক শফিউল আলমের ব্যবস্থাপনায় শোহাদায়ে কারবালা ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)এর স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ আগস্ট বুধবার বাদে এশা দক্ষিণ হিংগলা শান্তিনগর এলাকায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম।
প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাঙামাটির রাঙ্গুনিয়া উপজেলার সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার (ক) জুনের সমন্বয়কারী আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী। সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাউজান টাইমসের সম্পাদক জিয়াউর রহমান রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন,সাবেক সাধারন সম্পাদক এস এম ইউছুপ উদ্দিন মাইজভানডারী গাউসিয়া কমিটি রাউজান উপজেলার (ক) জুনের সমন্বয়কারী মামুন মিয়া, আনিসউল খান বাবর, কাজী হেলাল উদ্দীন, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ, সংগঠনের সভাপতি কাজী আসলাম,নাজিমুদ্দিন কালু,
আনোয়ার হোসেন, জামসেদ আলম, সজিব প্রমূখ।
জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন শিল্পি মহিনুদ্দিন। মিলাদ মাহফিলে শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।