শুক্রবার ● ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৩জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৮৬৭ টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৮ শতাংশ ।
আজ শুক্রবার ২০ আগষ্ট সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মিম (১৭),বিধু ভুসান (৭০), গফরগাঁও উপজেলার আব্দুল বারেক (৭৫), নেত্রকোণার শামিমা রুমান (৪৭) ও রঞ্জিত রায় চৌধুরী (৭১)।
জেলাওয়ারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ৩ জন ও নেত্রকোণা জেলার ১ জন।
আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালাম (৫০), তাহের উদ্দিন (৬৫), ফুলবাড়ীয়ার আব্দুর রাজ্জাক (৭৫), গৌরীপুরের নজরুল ইসলাম (৭০), নেত্রকোণা সদরের ফুল মিয়া (৭০), পূর্বধলার ইসলাম উদ্দিন (৬৫), জামালপুরের বকশিগঞ্জের জোবেদা (৬৫) এবং কিশোরগঞ্জের রানা পাল (৫৫)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ৪ জন, নেত্রকোণা জেলার ২,জামালপুর ও কিশোরগঞ্জ জেলার ১ জন করে।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৬৯ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে প্রাপ্ত হয়ে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ৮৬৭টি নমুনার মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ৪৬ জন ও আরটিপিসিআর টেস্টে ৬৪ জনের পরীক্ষায় মোট ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৮ শতাংশ
অপরদিকে জেলায় উপজেলাওয়ারী করোনা সনাক্তের মধ্যে-ময়মনসিংহ সদরে ৪৭জন,ভালুকায় ২৫জন, গফরগাঁওয়ে ১২ জন, মুক্তাগাছায় ৭জন, ফুলপুরে ৫জন, নান্দাইলে ৩জন, হালুয়াঘাটে ৩জন, ফুলবাড়িয়ায় ৩ জন, তারাকান্দায় ২জন, ত্রিশালে ২জন এবং ঈশ্বরগঞ্জে ১জনের করোনা শনাক্ত হয়েছে।