শুক্রবার ● ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক খাগড়াছড়ির প্রতাপ চন্দ্র বিশ্বাস
চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক খাগড়াছড়ির প্রতাপ চন্দ্র বিশ্বাস
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পুরস্কার পেয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
গত সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০২০-২১ ইংরেজি অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্ম পরিকল্পনা বাস্তবায়নে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বিভাগাধীন জেলা কার্যালয়, প্রধান ক্যাটাগড়িতে শুদ্ধাচার পুরস্কার সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এ শুদ্ধাচার পুরস্কার সম্মাননা ও সনদ প্রদান করেন।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, কাজের স্বীকৃতি পেয়ে ভালোই লাগছে। অতীতের মতো আমার উপর ন্যাস্ত সরকারের সকল দ্বায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে যাবো।
মাটিরাঙ্গায় দিনব্যাপী দূর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯ইং বাস্তবায়ন ও অবহিকরণ উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা”২১ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২০ আগষ্ট সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাংগা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীলের সঞ্চালনায় দিন ব্যাপী এ ককর্মশালা অনুষ্টিত হয়।
দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মো. তুষার আহমেদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আবুল বায়েছ মিয়া যুগ্ন সচিব (প্রশাসন ) দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. এরফান উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্ল্যাহ, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ন পাটোয়ারি, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন গুমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফারুক হোসেন লিটন, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চন্দ্র কিরন এিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক আবুল বায়েছ মিয়া যুগ্ন-সচিব (প্রশাসন) দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলেন, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী আদেশাবলী (এসওডি) প্রণয়ন ও বাস্তবায়ন, প্রশাসনিক কাঠামো, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, বন্যা আশ্রয়কেন্দ্র, দুর্যোগ সহনীয় ঘর, উপকূলীয় বাঁধ নির্মাণ, মহামারি করোনা মোকাবিলা দুর্যোগ ব্যবস্হাপনা ও এাণ মন্ত্রনালয়ে ব্যাপক কাজ এগিয়ে যাচ্ছে।
প্রশিক্ষণ শেষে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করা হয়।