শনিবার ● ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » অটোরিকশার ভাড়া বৃদ্ধির কারণে প্রতিবাদ সভা
অটোরিকশার ভাড়া বৃদ্ধির কারণে প্রতিবাদ সভা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ-হাবড়া ও ছালিয়া সড়কে সিএনজি চালিত অটোরিকশার চালকরা ভাড়া বৃদ্ধির কারণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২১ আগষ্ট দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজারে পশ্চিম বিশ্বনাথ গ্রাম উন্নয়ন কমিটির ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম বিশ্বনাথ গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনা মিয়ার সভাপতিত্বে ও সাবেক মেম্বার আলী আকবর মিলনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী।
সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, আরিফ উল্লা সিতাব, আব্দুল আলী, মিজানুর রহমান মিজান, গোলাপ মিয়া, ডা. বিভাংশু গুণ বিভূ ও জাহেদ আহমদ তালুকদার। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা কবির মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, আব্দাল মিয়া, হাজী তাহির আলী, বাদশা মিয়া, মতছির আলী, মানিক উদ্দিন, রবিউল আলী, নোয়াব আলী, আব্দুস শহিদ, কামাল মিয়া, হাজী ধন মিয়া, ছৈয়দ আলী, আব্দুল রাজ্জাক, শামছুদ্দিন, আশরাফ উদ্দিন ও আরশ আলী।
সিলেটের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক আবুল লেইছ আর নেই
বিশ্বনাথ :: সিলেটের প্রখ্যাত ও জনপ্রিয় মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, বিশ্বনাথের কৃতিসন্তান, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এসএম আবুল লেইছ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
গতকাল শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট মহানগরীর হাউজিং এস্টেটের বাসায় তিনি ইন্তেকাল করেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন অধ্যাপক ডা. এসএম আবুল লেইছ। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক ৯১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, আজ শনিবার বাদ জোহর সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তার নিজগ্রাম ইসলামপুর গ্রামের জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম অধ্যাপক ডা. এসএম আবুল লেইছের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন তার আপন চাচাতো ভাই ওই মাদ্রাসার বর্তমান মুহতামিম মাওলানা হাফেজ শায়েখ মুহসিন আহমদ। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।