শনিবার ● ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বেইলি ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খালে
কাউখালীতে বেইলি ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খালে
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বাজার বেইলি ব্রিজটি গতকাল শুক্রবার রাতে পাথর বোঝাই ট্রাকসহ ভেঙ্গে কাউখালী খালে পড়ে যায়।
সুত্র জানায় গতকাল (শুক্রবার) রাত সাড়ে ১১টার সময় একটি ড্রাম ট্রাক সিলেটি পাথর বোঝাই (অতিরিক্ত) প্রায় ৩৫ মেট্রিক টন পাথর সহ যাওয়ার সময় বেইলি ব্রিজ টি ভেঙে ট্রাক সহ কাউখালী খালে পড়ে যায়।
এ সময় ট্রাক চালাক সহ গাড়িতে থাকা মোট ৪ জন গুরুতর আহত হন বলে জানা যায়।
পরে রাতেই আহতদের চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।
জানা যায় দিঘদিন যাবত কাউখালী উপজেলার পোয়াপাড়া নতুন নিমানাধীন পোয়াপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নিমান কাজের জন্য ট্রাকে এই পাথর আনা হচ্ছিল। কিন্তু গতকাল গভীর রাতে এই দূঘটনা ঘটে। যদিওবা এই বেইলি ব্রিজটি ৩৫-৪০ বছর পুবে নিমান করা হয়। কিন্তু এই বেইলি ব্রিজ টির দৈঘ্য ১৪৫ ফুট, প্রস্তত ১৪ ফুট বলে জানা যায়।
দীর্ঘ দিনেরএই বেইলি ব্রিজটি দিয়ে কাউখালী উপজেলার ২টি ইউনিয়নের প্রায় কয়েক হাজার লোকজনের চলাচল করে।
বিশেষ করে কাউখালী সদর হয়ে নাইল্যাছড়ি সুগার মিলের সড়কের একমাত্র যোগাযোগ এই বেইলি ব্রিজটি দিয়ে। যদিওবা সড়ক ও জনপথ বিভাগের সতর্কিকরন কোন সাইন বোর্ড বেইলি ব্রিজটির পাশে ইতিপূর্বে ছিল না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানান।
খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান রাঙামাটির সড়কও জণপথ বিভাগের নির্বাহী প্রকোশলী মো. শাহে আরেফিন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা, কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজাই মারমা,সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী দিপন চাকমা। উপজেলা নিবাহী অফিসার বলেন, আপাতত জনসাধারণের চলাচলের জন্য ভেঙ্গে যাওয়া ব্রিজটির পাশ দিয়ে একটি বিকল্প বাঁশের সাঁকোর ব্যবস্থা করা হবে যাতে উভয় ইউনিয়নের জনসাধারন আপাতত চলাচল করতে পারে বলে জানান ইউএনও।