সোমবার ● ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে আরশিনগর ক্যাম্পে পুলিশ সদস্যর আত্মহত্যা
রাঙামাটিতে আরশিনগর ক্যাম্পে পুলিশ সদস্যর আত্মহত্যা
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের বাসিন্দা পুলিশ কনস্টেবল জয় দে রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ ২৩ আগস্ট সোমবার দুপুরে রাঙামাটি শহরের আরশীনগর পুলিশ ক্যাম্প থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চন্দ্র কলা বাড়ির রঞ্জিত দে’র ছেলে।
আজ সোমবার বিকেল ৫টায় নিহত কনস্টেবলের লাশ তার গ্রামের বাড়িতে আনা হলে স্বজনসহ স্থানীয়দের আহাজারীতে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ।
রাঙামাটি জেলা পুলিশের উপ পরিদর্শক অহিদুজ্জমানের নেতৃত্বে একদল পুলিশ নিহতের লাশ বাড়িতে আনার পর পরিবারের সদস্যরা স্থানীয় পুরোহিত রূপক চক্রবর্তী ফোন দিলে তিনি আত্মহত্যায় মৃত্যুবরণকারীদের লাশ সৎকার কাজে থাকতে পারবেনা বলে জানান। সৎকার কাজে যায় তাহলে হিন্দু রীতি অনুযায়ী তাকে প্রয়শ্চিত্ত করতে হবে।
পরে রাউজান থানার উপ পরিদর্শক শাহাদাত হোসেন ফোন করে রূপক চক্রবর্তীকে বুঝিয়ে বলার পর তিনি অন্য একজন পুরোহিত পাঠাচ্ছেন বলে জানান। পরে সন্ধ্যা ৬টায় লাশ সৎকারের প্রস্তুতি নেয় স্বজনরা।
জানা যায়, সকাল ৭ টায় রোল কল করার সময় জয় দে অনুপস্থিত থাকায় তাকে খোঁজা-খুঁজির পর ক্যাম্প থেকে এক থেকে দেড়শত ফুট দুরে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
নিহতের মা রূপসী দে বলেন, আমার ছেলে গত পরশু ৫মিনিটের জন্য বাড়িতে এসেছিল। আমাকে দেখে চলে যায়। কিছু খায়নি। আত্মহত্যার বিষয়ে বা কোন কষ্টের কথা শেয়ার করেনি। তাই কি কারণে আত্মহত্যা করেছে তা জানিনা।
এবিষয়ে রাউজান থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে আনা হয়।
রাউজানে বজ্রপাতে দুই কৃষিক আহতঃ চমেক হাসপাতালে ভর্তি
রাউজান :: চট্টগ্রামের রাউজানে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই শ্রমিক আহত হয়েছে। আজ সোমবার ২৩ আগস্ট দুপুর ২টার দিকে কদলপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের রামপদ নাথের ছেলে সজল নাথ (২৫) এবং নোয়াখালী এলাকার বাসিন্দা মো. সুমন (২৫) । বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, রাউজানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত দুই শ্রমিককে চমেক হাসপাতালে আনা হলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়েছেন।