সোমবার ● ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » হত্যাকান্ডকে কেন্দ্র করে একই গ্রামের ৭০টি পরিবার ঘর বাড়ি ছাড়া
হত্যাকান্ডকে কেন্দ্র করে একই গ্রামের ৭০টি পরিবার ঘর বাড়ি ছাড়া
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলায় দোগাছী ইউনিয়নের পুটিয়া গ্রামে একটি হত্যা কান্ডকে কেন্দ্র করে একই গ্রামের ৭০টি পরিবার ২৫দিন যাবৎ বাড়ি ছাড়া রয়েছে। হত্যা মামলার আসামীদের বেশ কয়েকজনের বাড়ি ঘরে অগ্নি সংযোগ, গরু ছাগল ছিনতায়, স্যালো মেশিন, টিউবয়লের মাথা এবং বাড়ির আসবাব পত্রসহ সকল কিছু লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা বলে ভুক্তভোগীদের অভিযোগ। হত্যা এবং হত্যা পরবর্তি সহিংসতার অভিযোগে উভয় পক্ষের ৪টি মামলা হয়েছে। উল্লেখ্য গত ২৯ জুলাই পুটিয়া গ্রামের মসজিদে মাগরীবের নামাজের একামত দেওয়াকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে গ্রামের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরবর্তি ৩০জুলাই সকালে সংঘর্ষ চলা কালে মোদাচ্ছের হোসেন মোল্লা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। এই ঘটনায় একই দিনে থানায় একটি হত্যা ও নাশকতার মামলা হয়। এই মামলায় প্রধান আসামী ওমর আলীসহ ১১জন আসামী আত্মসমার্পন করেন। তারা এখনো জেলা হাজতে রয়েছে। হত্যা মামলার পরে গ্রামে শুরু হয় লুটপাট, অগ্নি সংযোগ এবং প্রতিপক্ষের উপর হামলা। একই গ্রামের ইবনে মিলন, মোফাজ্জেল হোসেন, তাহের মোল্লা, রাশেদ মোল্লা, হাসিব মোল্লা, মোকাদ্দেছ, রইচ, নজির, ইমরান, জাকিরসহ সংঘবদ্ধ একটি দল জয়নাল , মিল্টন, পাতা ও ওমর আলীসহ অনেকের বাড়িতে হামলা চালায় এবং অগ্নি সংযোগ করে বাড়ির মালামাল পুড়িয়ে দেয়। এই হামলায় নারী শিশুসহ বেশ কয়েকজনকে আহত করে গ্রাম ছাড়া করে। পরবর্তিতে হামলার ভয়ে তারা আর গ্রামে ডুকতে পারছে বলে জানান। হামলা এবং সহিংসার ভয়ে গ্রামের ৭০টি পরিবার ২১/২২দিন যাবৎ বাড়ি ছাড়া রয়েছে। সোমবার সরেজমিনে গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের একটি পক্ষের প্রায় ২০টি পরিবারের কেউ বাড়িতে নেই। তাদের বাড়িতে কোন মালামাল, পুরুষ, মহিলা কাউকেই খুজে পাওয়া যায়নি। গ্রামের সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন হামলার ভয়ে তারা বাড়ি ছাড়া রয়েছে। গ্রামে ডুকলেই তাদের উপর হামলা করা হবে বলেও অনেক মহিলারা জানান। জয়নাল, মিল্টন, এবং পাতার বাড়িতে আগুন দিয়ে কিছু অংশ পাড়িয়ে ফেলা হয়েছে বলে দেখা গেছে। বিষয়টি নিয়ে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া গ্রামে ফিরে যাওয়ারমত অবস্থা নেই বলেও জানান অনেকে। ভুক্তভোগি মোছাঃ লালমতি বেগমের একটি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিক জানান নাশকতা যা ঘটেছে তা হত্যার পর পরই হয়েছে পরে আর কোন ভাংচুর বা নাশকতা হয়নি। যারা মামলার সাথে জড়িত নয় তাদের কে আমরা গ্রামে ফিরিয়ে আনার চেষ্টা করছি। যেহেতু বিষয়টি এখন বিচারাধীন রয়েছে সেহেতু নতুন কোন সহিংসার সৃষ্টি না করে প্রশাসনের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে উভয় পক্ষের সহ-অবস্থানের দাবি জানান অনেকে।
ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ কেন্দ্রে শুরু হল টিকাদান কর্মসূচি
ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম আরো গতিশীল করতে সদর উপজেলা স্বাস্থ কেন্দ্রে শুরু হয়েছে টিকা প্রদান। সোমবার সকাল ১০ টার দিকে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীম কবির। এসময় উপজেলা স্বাস্থ কেন্দ্রের মেডিকেল অফিসার রোগনিয়ন্ত্রণ বিভাগ ডা: আশিফা আশরাফী আইভী, মেডিকেল অফিসার ডা: সুমনা তাসনীম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা সদর হাসপাতালের পাশাপাশি সদর উপজেলা স্বাস্থ কেন্দে ্র(পুরাতন হাসপাতাল) দুইটি বুথের মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে। কেন্দ্র দুটি থেকে প্রতিদিন ছয় শত মানুষ সুরক্ষা এ্যাপে নিবন্ধনের পর মোবাইলে এসএমএস আসা সাপেক্ষে করোনার টিকা নিতে পারবেন। ২৩ আগস্ট পর্যন্ত সদর উপজেলায় ১ লক্ষ ৯৩ হাজার ৬৯৯ জন টিকা গ্রহনের জন্য নিবন্ধন করেছেন আর টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন ৬৮ হজার ৯৫৯ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে ২৫ হাজার ৭২৬ জনের। বাকিরা অপেক্ষায় রয়েছে এসএমএস আসা সাপেক্ষে টিকা নেওয়ার আশায়।
অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ ও ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার ১নং ওয়ার্ডের শুড়া গ্রামের পাশে দৌলখাল মাঠের মধ্যে মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কৃষকরা মাঠে কাজের উদ্দেশ্যে বের হলে মাঠের মধ্যে রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে হরিণাকু-ু থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে লাশের পাশে যায়। তবে লাশের কোন সঠিক নাম পরিচয় জানা যায়নি। অনুমানিক বয়স ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা শোনার পরে সেখানে উপস্থিত হন শৈলকুপা-হরিনাকুন্ডু সার্কেলের এএসপি আরিফুল ইসলাম, হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা। এছাড়া সকাল ১১টায় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন। খাল থেকে ৩টি গুলির খুশাসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানান। কি কারনে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা সঠিক জানা যায়নি। তবে পিবিআই, সিআইডিসহ পুলিশের বিভিন্ন বিভাগ দ্রুত হত্যাকান্ডের কারন উদঘাটনে কাজ করবে বলে জানান। লাশের সুরতহাল রিপোর্টের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুরে সাড়ে ৬ কোজি রুপার গহনাসহ বিজিবির জালে আটক ২
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে সাড়ে ৬ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার বিওপির সামনে থেকে যমুনা ডিলাক্স নামে একটি পরিবনে তল্লাসী চালিয়ে এই রুপা উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জীবননগরের মেদেনীপুর গ্রামের সুলতানের ছেলে মোঃ আনন্দ (৫০) ও মহেশপুরের তৈলটুপি গ্রামের ফজল করীমের ছেলে মোঃ আব্বাস আলী (৪০) আটক করা হয়। বিজিবির হাবিলদার শহর আলী এই অভিযানের নেতৃত্ব দেন। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান জানান, ৬টি পলিথিন প্যাকেটে রুপার গহনা গুলো দুই পায়ের রান ও কোমরে বাধা ছিল। অভিযানে ৬ কেজি ৬৫৮ গ্রহ রুপা ছাড়াও ১টি মোবাইল ও বাংলাদেশী নগদ ২,৪০৪/- টাকা জব্দ করা হয়।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ আইনজীবী’র মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত
ঝিনাইদহ :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ আইনজীবী’র মৃত্যুতে ২৩ই আগষ্ট রবিবার ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে দুপুর সাড়ে ১২ টায় রেফারেন্সটি অনুষ্ঠিত হয়। জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত হোসাইন এর সভাপতিত্বে রেফারেন্সের দরখাস্ত শুনানি করেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ খান আক্তারুজ্জামান। রাষ্ট্র পক্ষে রেফারেন্স গ্রহণ করার জন্য বক্তব্য প্রদান করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ ইসমাইল হোসেন (বাদশা)। পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে রেফারেন্স অনুষ্ঠানটি শুরু করা হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ঝিনাইদহ বারের সিনিয়র সদস্য আবু তৈয়েব।অনুষ্ঠানের শুরুতেই মারা যাওয়া আইনজীবীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাকারিয়া মিলন। উল্লেখ্য করোনা ভাইরাস কালীন সময়ে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ খান মোঃ রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম মোহন, খলিলুর রহমান, ও বাচ্চু মিয়া নামের ৪ আইনজীবী করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। তাই ফুলকোর্ট রেফারেন্সের মাধ্যমে রবিবার জেলার সকল আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। কোর্ট রেফারেন্স অনুষ্ঠানে জেলার সকল বিচারক ও বারের আইনজীবী গণ উপস্থিত ছিলেন। প্রয়াত আইনজীবীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আইনজীবী খান গোলাম মোর্শেদ।