মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ছে দুটি সিএনজি অটোরিকশা
দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ছে দুটি সিএনজি অটোরিকশা
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলার ৭ নং রাউজান ইউনিয়নের রশিদর পাড়া এলাকার আনোয়ার হাজীর বাড়ীর সিএনজি অটোরিক্সা চালক নুরুল আলম, ও মো. ফারুক প্রতিদিনের মতো সিএনজি অটোরিক্সা চালিয়ে গতকাল ২৩ আগস্ট সোমবার দিবাগত রাতে দুটি সিএনজি অটোরিক্সা বাড়ীর সামনে গোয়ল ঘরের সামনে রেখে ঘরে গিয়ে ঘুমায়।
ঐ দিন দিবাগত রাত ১১ টার সময়ে বাড়ীর সামনে রাখা দুটি সিএনজি অটোরিক্সাতে দুবৃত্তরা আগুন লাগিয়ে দেয়। দুর্বৃত্তের দেয়া লাগিয়ে দেওয়া আগুনে দুটি সিএনজি অটোরিক্সা জলতে থাকলে হঠাৎ শব্দ শুনে সিএনজিঅটোরিকশা চালক নুরুল আলম ঘর থেকে বের হয়ে সিএনজি অটোরিকশা দুটি আগুনে জলতে দেখে চিৎকার করলে বাড়ীর লোকজন ঘর থেকে বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় ঐ দুটি সিএনজি গাড়ি ভষ্মিভুত হয়। সিএনজির চালক নুরুল আলম, ও ফারুক আরো বলেন, আমাদের সাথে কারো সাথে কোন বিরোধ নেই। তবে কেন আগুন লাগিয়ে দিয়ে আমাদের দুটি সিএনজি গাড়ি কে বা কারা গাড়িতে আগুন লাগিয়ে দিল তা আমরা জানিনা। এনজিও থেকে ঋণ নিয়ে সিএনজি গাড়ি ক্রয় করেছি। এই গাড়ি চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। সিএনজি চালক নুরুল আলম এ ব্যাপারে রাউজান থানায় একটি জিডি করবেন বলে জানান। এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ্ আল হারুন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগতঃ ব্যবস্থা নেওয়া হবে।
সিএনজি মোটরসাইকেল সংর্ঘষ
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার রাত ৯.৫০ মিনিটের দিকে উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কে রমজান আলী হাটের পাশে বট্টাল নাম স্থানে এই দৃর্ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মো. আজাদ জানান, একটি মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে এসে সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে এই ঘটনা ঘটে। এসময় সিএনজি গাড়ি ও একটি মালবাহী ভ্যান সড়কের পাশে পড়ে যায়ই। এই ঘটনায় ঐ নিরীহ ভ্যান চালকও আহত হয়। তিনি আরও জানান, সিএনজি ড্রাইভার ও ভ্যান চালক তাদের হাতে ও পায়ে গুরুতর আহত অবস্থায় দেখা যাই। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থালে এসে সহযোগিতা করেন। ঘটনার আহতরা সবাই রাউজানের বাসিন্দা।