বুধবার ● ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১০জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৮০৩ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ।
আজ বুধবার ২৫ আগষ্ট সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের আবু আলী (৮৭), ত্রিশাল উপজেলার আব্দুল মোতালেব (৬৫), গফরগাঁওয়ের আমেনা বেগম (৯০) ও ভালুকার আবুল কাসেম (৮০)।
জেলাওয়ারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- করোনায় মারা যাওয়া চারজনের সকলের বাড়িই ময়মনসিংহ জেলায়।
আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের নাসরিন বেগম(৩০), ত্রিশাল উপজেলার মজিদা খাতুন (৭০), ভালুকার সালমা বেগম(৭০), মুক্তাগাছার আনোয়ারা বেগম (৫০), হালুয়াঘাটের আব্দুর রহমান (৭২) ও জামালপুরের ইন্তাজ আলী (৭৫)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন-ময়মনসিংহের ৫ জন ও জামালপুর জেলার ১ জন।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৮ জন। এর মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে প্রাপ্ত হয়ে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৮০৩ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ।
অপরদিকে জেলায় উপজেলাওয়ারী করোনা সনাক্তের মধ্যে-ময়মনসিংহ সদরে ৬৫ জন, গফরগাঁওয়ে ৩৮ জন, ঈশ্বরগঞ্জে ১৮জন, ফুলপুরে ৭জন, নান্দাইলে ৬জন, ভালুকায় ৫জন,ধোবাউড়ায় ৫জন, ফুলবাড়ীয়ায় ৪ জন, ত্রিশালে ৪ জন, গৌরীপুরে ২জন, তারাকান্দায় ২জন, হালুয়াঘাটে ২জন এবং মুক্তাগাছায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ২০,৫৫৩,৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৮১ জন।