বুধবার ● ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় » জাতীয় সম্পদ লুন্ঠন বন্ধে ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন
জাতীয় সম্পদ লুন্ঠন বন্ধে ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আগামীকাল ঐতিহাসিক ফুলবাড়ি শহীদ দিবস উপলক্ষে বলেছেন, প্রাণ - প্রকৃতি - জীববৈচিত্র, জল,জমি,বসতভিটা বিধ্বংসী তৎপরতা শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে।উন্নয়নের নামে বাস্তুতন্ত্র ও জাতীয় সম্পদ বিনস্টকারী কোন কর্মকান্ড শেষঅব্দি জনকল্যাণে কাজে লাগে না, জনগণের নিরাপত্তাও নিশ্চিত করতে পারে না।করোনার অতিমারী এটা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, কথিত এসব উন্নয়নের ডামাডোল আত্মঘাতী, দেশ ও জনগণের টেকসই উন্নয়নের জন্যও বিপজ্জনক।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বৈশ্বিক অভিজ্ঞতা ও করোনা দূর্যোগ থেকেও সরকার ও নীতিনির্ধারকেরা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করেনি।এ কারণে তারা সামগ্রিক পরিবেশ, প্রতিবেশ ও সুন্দরবনসহ জাতীয় সম্পদ বিপন্নকারী পদক্ষেপসমূহ অব্যাহত রেখেছেন।ফুলবাড়ি অভ্যূত্থানের ১৫ বছর পরও এখনো ফুলবাড়ির কয়লাসহ প্রাকৃতিক সম্পদ লুন্ঠনবিরোধী তৎপরতা বন্ধ হয়নি, ফুলবাড়ির শহীদদের রক্তের উপর দিয়ে তৈরী চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, দুনিয়াব্যাপী খারাপ ও ভয়ংকর অভিজ্ঞতার পরও, দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল আপত্তি ও প্রতিবাদ সত্বেও সরকার সুন্দরবনবিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অব্যাহত রেখেছে।
বিবৃতিতে তিনি এসব আত্মঘাতী ও দেশবিরোধী প্রকল্প বন্ধ এবং জাতীয় সম্পদ লুন্ঠনকারী প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর বিদায়,ফুলবাড়িয়ায় আন্দোলনের নেতাদের নামে হয়রানিমূলক মামলাসমুহ প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচি
ফুলবাড়ি দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আগামীকাল সকাল ১০টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ফুলবাড়ির শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।