মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » কাল বুধবার পূর্ণ সূর্যগ্রহণ
কাল বুধবার পূর্ণ সূর্যগ্রহণ
অনলাইন ডেস্ক :: বুধবার পূর্ণ সূর্যগ্রহণ। বাংলাদেশ সময় ভোর ৫টা ১৯ মিনিট ২৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে সকাল ১০টা ৩৪ মিনিট ৫৪ সেকেন্ডে শেষ হবে। তবে বাংলাদেশে আংশিক সহৃর্যগ্রহণ দেখা যাবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাংলাদেশ মান সময় সকাল ৬টা ১৬ মিনিট ৪২ সেকেন্ডে। শেষ হবে সকাল ৯টা ৩৭ মিনিট ৩৬ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ লাগবে বাংলাদেশ মান সময় সকাল ৭টা ৫৭ মিনিট ৬ সেকেন্ডে। এর স্থায়িত্বকাল ৪ মিনিট ১৪ সেকেন্ড। বুধবার গ্রহণযুক্ত অবস্থায় বাংলাদেশে সূর্যোদয় ঘটবে এবং তা ৪৫ মিনিট স্থায়ী হবে।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পশ্চিম দিকে ভারত মহাসাগরে স্থানীয় মান সময় সকাল ৬টা ৮ মিনিট ৯ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় মান সময় বিকেল ৩টা ৮ মিনিট ১৪ সেকেন্ডে শেষ হবে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম দিকে ভারত মহাসাগরে স্থানীয় মান সময় সকাল ৬টা ৯ মিনিট ৪৯ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান লুইস শহরের দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে স্থানীয় মান সময় দুপুর ১টা ১৫ মিনিট ৫০ সেকেন্ডে শেষ হবে। যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় মান সময় বেলা ১১টা ৫২ মিনিট ১২ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধু এ স্থানেই পূর্ণ গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১ দশমিক শূন্য ৪ এবং এর স্থায়িত্ব হবে ৪ মিনিট ১৪ সেকেন্ড।
সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র নানা প্রস্তুতি নিয়েছে। এ পর্যবেক্ষণে আধুনিক যন্ত্রপাতিসহ থাকছে সকল ব্যবস্থা। রাজধানীর সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ঢাকার ‘গ্রিন মডেল টাউন’ মাণ্ডায়। মেঘমুক্ত আকাশ থাকা সাপেক্ষে ক্যাম্প শুরু হবে সকাল ৬টা ১০ মিনিট থেকে। গ্রহণ শেষ হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ ক্যাম্প সবার জন্য উন্মুক্ত থাকবে। এই ক্যাম্প থেকে ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হবে। এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যথাযথভাবে পর্যবেক্ষণের জন্য ক্যাম্পে ৮ ইঞ্চি স্টিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ থাকবে।
ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্রের উদ্যোগে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে- পঞ্চগড়ে অনুসন্ধিৎসু চক্রের বোদা শাখার আয়োজনে বোদা পল্পী বিদ্যুৎ সংলগ্ন মাঠ, শিমুলতলি; রাজশাহীতে অনুসন্ধিৎসু চক্রের রাজশাহী শাখা ও অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে; ঝিনাইদহে অনুসন্ধিৎসু চক্রের ঝিনাইদহ শাখার উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম, কবি সুকান্ত সড়ক; বরিশালে অনুসন্ধিৎসু চক্রের বরিশাল শাখার আয়োজনে জেলার দুটি স্থানে বরিশাল সদরের মুক্তিযোদ্ধা পার্ক ও ভেগাই হালদার পাবলিক একাডেমি, আগৈলঝাড়ায় ক্যাম্প অনুষ্ঠিত হবে।