বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাছের গোড়ায় ওড়না পেচাঁনো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার
গাছের গোড়ায় ওড়না পেচাঁনো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার সুন্দরগঞ্জে নুরবানু বেগম (৩৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নূরবানু পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলার রহমতের চর গ্রামের আব্দুর রশিদ মিয়ার স্ত্রী। রশিদ বর্তমানে জীবিকার তাগিদে ফেনীতে অবস্থান করছে।
বিষয়টি নিশ্চিত করে তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, নূরবানুর মৃত্যুটি স্বাভাবিক নয়। কে বা কাহারা তাহাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দার চর এলাকায় ধানক্ষেতের একটি গাছের গোড়ার সাথে ওড়না পেচাঁনো অবস্থায় গৃহবধূর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহত নূরবানু ওই উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দার চর গ্রামের সাহেব আলীর কন্যা।
নিহত নূরবানুর বড় ভাই হামিদুর জানান, দীর্ঘ ১০ বছর আগে রশিদের সাথে বিয়ে হয় নূরবানুর। তাদের একটি সন্তান রয়েছে। গত মঙ্গলবার সকালে নূরবানু তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যায়। তার দাবি কে বা কাহারা তাকে হত্যা করে মরদেহ গাছের গোড়ায় ওড়না দিয়ে পেঁছিয়ে রেখেছে। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় নেয়ার জোর দাবি জানান।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আব্দুল আউয়াল।