বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
সাইফুল মিলন, গাইবান্ধা :: অবিলম্বে সকল শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধা জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা শামিম আরা মিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব মনজুর আলম মিঠু, ছাত্র নেতা ওয়ারেছ মন্ডল রাঙ্গা, ক্ষুদিরাম স্মৃতি পাঠাগারের সংগঠক মারুফ আকন্দ, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাবেক ছাত্রনেতা সাংবাদিক ময়নুল ইসলাম, বিপ্লবী ছাত্রমৈত্রীর জেলা সংগঠক তৌহিদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, করোনার অযুহাতে প্রায় দুই বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে গোটা শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করেছে ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। অনেক শিক্ষার্থী মানুষিক সমস্যায় ভুগছেন বা হতাশা বাড়ছে। অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেয়ার কারণে শিক্ষার্থীরা পাবজিসহ বিভিন্ন গেমে ঝুঁকে পড়ছে এবং অভিভাবকদেরও আর্থিক ব্যয় বেড়েছে।
বক্তারা আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিশ্চিত করা, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, শিক্ষার্থীদের করোনাকালীন গত এক বছরের বেতন-ফি মওকুফ করার দাবি জানান।
সেইসাথে কিন্ডারগার্টেনসহ অন্যান্য নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত এক বছরের বেতন-ভাতা সরকারকেই দিতে হবে এবং আর্থিক প্রণোদনা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করার দাবি জানান।