শিরোনাম:
●   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন আফিয়া ও দ্যুতি মনি ●   হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ●   বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন আলো চাকমা’র মৃত্যুতে ইউপিডিএফ এর শোক ●   রাঙামাটি জেলা বিএনপি’র চার নেতা সাময়িক বহিষ্কার : অভিযুক্তরা বলছেন অংসুইপ্রু চৌধুরীকে রক্ষার জন্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ●   আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ ●   আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর” ●   নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান ●   রামগড়ে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ মিছিল ●   ঝালকাঠির সিভিল সার্জন ওএসডি ●   ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ●   আবারো রক্তের হোলিখেলায় মেতে উঠেছে কুষ্টিয়ার জনপদ ●   ঝালকাঠিতে স্ত্রী ও দুই সন্তানকে বাহিরে রেখে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে স্বামী ●   রাঙামাটিতে মাদক সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত-১ : আটক-১ ●   মিরসরাইয়ে বাজার মনিটরিংয়ে তিন দোকানীকে জরিমানা ●   ছাত্র অধিকার পরিষদ ভূষণছড়া ইউপি শাখার কমিটি গঠন ●   রাজস্থলীতে জাতীয় ভোটার দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় ভোটার দিবস পালন : জেলায় মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৯৩৯ জন ●   মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে গাউছিয়া কমিটির স্বাগত র‍্যালি ●   আন্তর্বর্তীকালিন সরকার জুলাই অভ্যুত্থানের মর্ম ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে : আনু মুহাম্মদ ●   রাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান ●   গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য ●   রাঙামাটির বন্দুকভাঙ্গা এলাকায় পিসিজেএসএস-ইউপিডিএফ এর আধিপত্য বিস্তারের লড়াইয়ে বিপর্যস্ত জনজীবন ●   স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু ●   চ্যাম্পিয়ন পুরকৌশল বিভাগ, রানার্স আপ ইটিই বিভাগ ●   দয়া করে বিএনপি থেকে পদত্যাগ করে চলে যান : ওয়ারেস আলী ●   কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ●   হাটহাজারীতে জনদূর্ভোগ লাঘবে প্রশাসনের অভিযান ●   পটুয়াখালীতে ৪ লাখ পিস ইয়াবা সহ ১৬ জন গ্রেফতার ●   রমজানে দ্রব্যমূল্যে সহনশীল রেখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখতে রাঙামাটিতে আলেম-ওলামাগণের আহবান
রাঙামাটি, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » মমেক হাসপাতালের হল রুম থেকে ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার
প্রথম পাতা » ময়মনসিংহ » মমেক হাসপাতালের হল রুম থেকে ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মমেক হাসপাতালের হল রুম থেকে ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হল রুম থেকে চৌধুরী আরেফিন (৩০) নামে এক ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পাশে থাকা সাতটি অ্যাম্পুল ঘুমের ইনজেকশন ও সিগারেট উদ্ধার করা হয়।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মমেক হাসপাতালের ডা. মিলন হলের ২০৭ নম্বর কক্ষ থেকে মৃত অবস্থায় চৌধুরী আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়।

চৌধুরী আরেফিন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চৌধুরী মোস্তফা হাবিবের ছেলে। তিনি যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এ বছরের মার্চ মাস থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছেন তিনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যার কারণে অতিরিক্ত ঘুমের ইনজেকশন নেয়ার ফলে তার মৃত্যু হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘গত রাতে নাইট ডিউটি করার পর সকালে ছাত্রাবাসের ২০৭ নম্বর কক্ষে এসে দরজা আটকে ঘুমিয়ে আরেফিন। এরপর থেকে তার রুমের দরজা না খোলায় এবং কোনো সাড়া-শব্দ না পাওয়ায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে দরজা ভেঙ্গে দেখতে পান, বিছানায় মরদেহ পড়ে আছে। এ ঘটনার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান ওসি।’

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে চৌধুরী আরেফিনের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে আসি। তবে কী কারণে এমন হয়েছে বিষয়টি পুলিশ তদন্ত করলেই বেরিয়ে আসবে। তবে এ ধরনের অনাকাক্ষিত মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’

গফরগাঁওয়ে উপার্জিত টাকার হিসেব চাওয়ায় রড দিয়ে পিটিয়ে প্রবাসী ছেলেকে হত্যার অভিযোগ বাবা-মা ও ভায়ের বিরুদ্ধে

ময়মনসিংহ :: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসে জীবনবাজি রেখে উপার্জিত টাকার হিসেব চাওয়ায় শারফুল ইসলাম ঢালী (২৮) নামের এক প্রবাসী যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবকের মা হোসনে আরাকে (৪৭) আটক করেছে পুলিশ। নিহত শারফুল ইসলাম ঢালী উপজেলার চাকুয়া গ্রামের ইসহাক ঢালীর ছেলে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারফুল ইসলাম ঢালী মারা যান। এর আগে বুধবার (২৫ আগস্ট) সকালে পাগলা থানার চাকুয়া গ্রামে শারফুল ইসলাম ঢালীকে পিটিয়ে গুরুতর আহত করেন মা, বাবা ও ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের ইসহাক ঢালীর (৪৫) বড় ছেলে শারফুল ইসলাম ঢালী প্রায় ৭-৮বছর লেবাননে ছিলেন। সেখানে ভালো বেতনে চাকরি করা অবস্থায় তার বাবার নামে প্রায় ৬০-৭০লাখ টাকা প্রেরণ করেন। কিন্তু সমুদয় টাকা পরিবারের অন্য সদস্যরা আত্মসাৎ করেন। মহামারী করোনার প্রাদুর্ভাবের পর শারফুল ইসলাম ঢালী দেশে ফিরে বাবার কাছে বিদেশ থেকে পাঠানো টাকার হিসেব চাইলে শুরু হয় টালবাহানা ও মনোমালিন্য। এক পর্যায়ে তা বিবাদে রূপ নেয়। এ নিয়ে মাঝে মধ্যেই শারফুলের সাথে তার বাবা, মা, ভাই বোনদের ঝগড়া হতো। কয়েকদিন পূর্বে এ নিয়ে স্থানীয় ভাবে বিচার সালিশও হয়েছে।

গতকাল বুধবার (২৫ আগস্ট) সকালে আবারো শারফুলের সাথে পরিবারের অন্য সদস্যদের ঝগড়া হয়। এক পর্যায়ে শারফুলকে ঘরের ভিতর আটকে তার বাবা ইসহাক ঢালী, মা হোসনে আরা ও ছোট ভাই আশরাফুল ইসলাম অকথ্য নির্যাতন চালায়। শাবল ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে মেঝেতে ফেলে রাখে। এ সময় শারফুলের ডাক-চিৎকার শুনে চাচা ইসমাইল এগিয়ে এলে শারফুলের মা হোসনা খাতুন তাকে দা নিয়ে তাড়া করেন।

পরে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা এসে ওই ঘরে প্রবেশ করতে চাইলেও বাধা দেয়া হয়। তবে বাধা উপেক্ষা করে তারা মুমূর্ষূ অবস্থায় শারফুলকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিন্তু বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারফুল মারা যান।

তার মৃত্যুর খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িতদের পায়নি। তবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের মা হোসনে আরাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় এলাকাবসীরা জানান, বিদেশে জীবন বাজি রেখে শত দুঃখ কষ্টে উপার্জিত টাকার জন্যই শারফুলকে জীবন দিতে হলো।পরিবারের সদস্যদের লোভের বলি হতে হলো। তবে শারফুলকে নির্যাতনের বিষয়টি জানাজানি না হলে ওরা এ ঘটনায় প্রতিবেশীদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতো।

পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের মাকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পাশাপাশি এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি এবং জড়িতদের ধরার চেষ্টা চলছে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)