শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৪২৭ টি নমুনা পরীক্ষার মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ২৩ জন ও আরটিপিসিআর টেস্টে ৩৩জনসহ মোট ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।
শুক্রবার (২৭ আগষ্ট) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের ফুলপুর উপজেলার তোহিদা খাতুন (৫০), নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ফজলুল রহমান (৫০) এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মমতাজ উদ্দিন (৬৪)।
জেলাওয়ারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ১ জন, নেত্রকোণা ও জামালপুর জেলার ১ জন করে।
আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের মোছাঃ পারভীন আক্তার (৫০), জামালপুর সদরের রহমত আলী (৬৪) ও জামালপুরের সাগরগঞ্জ এলাকার রহমত ইসলাম (৩০)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন জামালপুর জেলার ২ জন এবং ময়মনসিংহের ১ জন।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৬ জন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে প্রাপ্ত হয়ে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ৪২৭ টি নমুনার মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ২৩ জন ও আরটিপিসিআর টেস্টে ৩৩ জনের পরীক্ষায় মোট ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।
অপরদিকে জেলায় উপজেলাওয়ারী করোনা সনাক্তের মধ্যে-ময়মনসিংহ সদরে ১৮জন, ত্রিশালে ১৩জন, মুক্তাগাছায় ১২জন, ভালুকায় ৬জন, ফুলপুরে ২জন,নান্দাইলে ১জন, ঈশ্বরগঞ্জে ১জন, হালুয়াঘাটে ১জন, ফুলবাড়ীয়ায় ১ জন এবং গফরগাঁওয়ে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ২০,৭২১ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১৭,৯০৪জন। বাকি করোনা আক্রান্ত ২,৮১৭রোগী জেলার বিভিন্ন হাসপাতালসহ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।