শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ : তালেবানের ২৮ সদস্যসহ নিহত ৯০
কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ : তালেবানের ২৮ সদস্যসহ নিহত ৯০
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। কাবুলের স্বাস্থ্য বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৪০ জন আহত হয়েছেন। এদিকে পেন্টাগনের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুইটি শক্তিশালী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। কাবুলের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও আফগান সাংবাদিকদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কাবুল বিমানবন্দরের কাছে মানুষের এক জটলায় ১২ জনের মৃতদেহ পড়ে আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের পাশে একটি জলাভূমিতে মরদেহের স্তুপ পড়ে আছে। সেখান থেকে কজনের মৃতদেহ বের করে নিয়ে আসা হচ্ছে। স্বজনের মৃতদেহের সন্ধানে কাবুল বিমানবন্দরে জড়ো হওয়া মানুষের গগনবিদারী আহাজারিতে সেখানে এক মর্মন্তুদ পরিবেশ তৈরি হয়েছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি টুইটার বার্তায় জানান, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবি গেইটের পাশে একটি আত্মঘাতী বোমা হামলার কথা জানান। কাবুলের বিভিন্ন স্পট থেকে যাত্রী নিয়ে এসে বাসগুলো এখানেই দাঁড়ায়। এর একটু পরেই আফগানিস্তানের স্থানীয় সংবাদদাতাদের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাবুল বিমানবন্দরের খুব কাছে ব্যারন হোটেলের গেইটেও বোমা হামলার ঘটনা ঘটেছে। হোটেলের গেইটে বেশকয়েজনকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে বলে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
কাবুলে ইতালির একটি দাতব্য হাসপাতালের কর্মীরা রয়টার্সকে জানিয়েছেন, তাদের হাসপাতালে রাত ১০টা পর্যন্ত ৬০জন গুরুতর জখম নিয়ে এসেছেন।
এদিকে, জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। নিজস্ব বার্তা সংস্থা আমাক-এর এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করে তারা। আমাক নিউজ এজেন্সির ওই প্রতিবেদনে বলা হয়েছে, হামিদ কারজাই বিমানবন্দরের কাছে মার্কিন ‘ব্যারন ক্যাম্প’ এলাকায় আত্মঘাতী বোমা নিয়ে পৌঁছাতে সক্ষম হয়। মার্কিন সেনাবাহিনীর অনুবাদকদের এবং সহযোগীদের একটি বিশাল সমাবেশে পৌঁছে বিস্ফোরক বেল্টটি বিস্ফোরণ ঘটায় সে।
কাবুলে হামলাকারীদের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জঙ্গিবাদী আইএসকে সংগঠনের ওপর পাল্টা হামলার পরিকল্পনা তৈরি করতে তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গণমাধ্যম দুইটির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক কমান্ডারদের আইএসকে সংগঠনের সম্পদ, নেতৃত্ব এবং সুযোগ-সুবিধায় আঘাত হানার অপারেশনাল প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, আমরা আমাদের পথ খুঁজে নেব। বড় সামরিক অভিযান ছাড়া, তাদের খোঁজার পথ বের করব।