রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৪৩৩ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৮ শতাংশ।
রবিবার ২৯ আগষ্ট সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আব্দুর রশিদ (৯০) এবং ফজিলা খাতুন (৭০)।
জেলাওয়ারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহ জেলারই ২ জন।
আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের এম এ খালেক (৮৫), মুক্তাগাছা উপজেলার আব্দুল হাই (৭৫), হালুয়াঘাটের আব্দুল মান্নান (৪৫), নেত্রকোণার মদন উপজেলার হারুন অর রশিদ (৬৯), পূর্বধলার মো. শামসুদ্দিন (৭০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার রহিমা খাতুন (৮৫)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ৩ জন, নেত্রকোণার ২ জন ও গাজীপুর জেলার ১ জন।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৮৬ জন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৪৩৩ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৮ শতাংশ।
অপরদিকে জেলায় উপজেলাওয়ারী করোনা সনাক্তের মধ্যে-ময়মনসিংহ সদরের ৩৭জন, ভালুকার ১৮জন, ত্রিশালের ১১ জন, ঈশ্বরগঞ্জের ১০জন, হালুয়াঘাটের ৪জন, গৌরীপুরের ৩জন, মুক্তাগাছার ২জন, ফুলবাড়ীয়ার ২ জন,নান্দাইলের ১জন, তারাকান্দায় ১জন এবং গফরগাঁওয়ের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত মোট ২০,৮৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮,৫৭৬জন। নিজ বাড়িতে আইসোলেশনসহ জেলার বিভিন্ন হাসপাতালে আরও ২,২৬৭ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।