শিরোনাম:
●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ●   হালদা থেকে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার ●   খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০ ●   পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান ●   আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » কৃষি » ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ
প্রথম পাতা » কৃষি » ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ

ছবি : সংবাদ সংক্রান্ত- জাহিদুর রহমান তারিকজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। জেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার সকালে শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকার নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। সেময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুপুরে জেলা মৎস্য ভবনে সাংবাদিকদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের নানা কর্মসূচী সম্পকে সংবাদকর্মীদের অবহিত করা হয়। শনিবার থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় মৎস্য দপ্তরের বিভিন্ন কার্যক্রম, অর্জন সহ মৎস্য দপ্তরের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়েছে। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি”।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোশফিকুর রহমান, খাদ্য পরিদর্শক অপূর্ব রায়হান, সহকারী প্রোগ্রামার রাজু আহমেদ, প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম, সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ, কোষাধক্ষ্য শাদমান হাফিজ শুভ, সাংবাদিক নিশাত আনজুমান, নিয়াজ মোর্শেদ প্রমুখ।

গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা শনিবার জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুদ দাইয়ানের সভাপতিত্বে ও গাইবান্ধা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহেদজ্জামানের সঞ্চালনায় বিভিন্ন তথ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী শহিদুল ইসলাম।

সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে শনিবার সকালে গাইবান্ধা পৌর পার্কের পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান। সকাল ১১ টায় মৎস্যচাষীদের পুরস্কার প্রদান। সন্ধ্যায় পৌর পার্কে ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন ছাড়াও প্রতিদিন বিভিন্ন কর্মসূচি রয়েছ। ৩রা সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠান।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় মোট ৩ দশমিক ৩৬ মে. টন পোনা অবমুক্ত করা হবে। এ বছর গাইবান্ধা জেলায় মোট মাছের চাহিদা ৪৮ হাজার ৬শ ৩১ মে. টন। এর মধ্যে মুক্ত ও বদ্ধ জলাশয় থেকে উৎপাদিত মাছের ঘাটতি ৮হাজার ৬শ ৩১ মে. টন। এতে করে জেলায় মাছের ঘাটতি রয়েছে ৮ হাজার ৬শ ৫৭ মে. টন।

বিশ্বনাথে মৎস্য সপ্তাহ শুরুর দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি :: ‘জাতীয় মৎস্য সপ্তাহ (২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর)’ উদযাপন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অফিস।

মৎস্য সপ্তাহের প্রথম দিন শনিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা বিআরডিবি মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। জলাশয়ে পোনামাছ অবমুক্তসহ ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে ওই মতবিনিমিয় সভাটি অনুষ্টিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের চৌধুরী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য জামাল মিয়া, সাংবাদিক আশিক আলী, আব্দুছ সালাম প্রমুখ।

কর্মসূচির প্রথম দিন (২৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সমগ্র উপজেলা ও পৌর এলাকায় মাইক যোগে ব্যাপক প্রচারণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়। ২য় দিন (২৯ আগস্ট) জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ, সফল মৎস্য চাষি/ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন। ৩য় দিন (৩০ আগস্ট) প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়।

৪র্থ দিন (৩১ আগস্ট) মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ৫ম দিন (১ সেপ্টেম্বর) মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন।

৬ষ্ট দিন (২ সেপ্টেম্বর) প্রান্তিক মৎস্যচাষীদের প্রশিক্ষণ প্রদান ও মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ। ৭ম দিন (৩ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সি এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপণী।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাবতলীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে গতকাল শনিবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফ আহমেদ। মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. আব্দুর রশিদের পরিচালনায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গাবতলী প্রেস ক্লাবের সভাপতি মো. রায়হান রানা, সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বর্তমান সহ সভাপতি সাব্বির হাসান, সাধারন সম্পাদক আল আমিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, নির্বাহী সদস্য আবু নাছের মাহমুদ মানিক, সাংবাদিক রিয়াজ মাহমুদ ও তোহাব রহমান প্রমূখ।

রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন

রাঙামাটি :: “বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ইং উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেন রাঙামাটি আসনের এমপি দীপংকর তালুকদার।

আজ ২৯ আগস্ট রবিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রাঙামাটি শহরের ফিসারী ঘাট এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য ও মৎস্য বিষয়ক আহ্বায়ক মো. আব্দুর রহিম, পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, পরিষদ সদস্য আছমা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ^র চাকমাসহ মৎস্য গবেষণা কেন্দ্র, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ইং উপলক্ষে ৩ জন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট ও ৪০ (চল্লিশ)জন সুফলভোগীকে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়।

আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত করণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও ইকতেখারুল ইসলাম।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আ’লীগ সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদলসহ মৎস্য ব্যবসায়ী ও জেলে উপস্থিত ছিলেন। পরে সুফলভোগী একজন মৎস্য চাষীকে তিনবস্তা মাছের খাদ্য এবং এক বস্তা চুন দেয়া হয়।

ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ সফল করার লক্ষে আজ শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় মৎস্য অধিদপ্তর থেকে জানানো হয়, আগামীকাল রবিবার থেকে মৎস্য সপ্তাহ শুরু হবে। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্রা ও ঝালকাঠি-২ আসনের সদস্য সদস্য আমির হোসেন আমু। সপ্তাহব্যাপী কর্মসূচিকে সফল করার আহ্বান জানান জেলা প্রশাসক।
আত্রাইয়ে সাংবাদিকদের সাথে মৎস্য অফিসারের মতবিনিময়

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য অফিসারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব নাথ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, সাংবাদিক তপন কুমার সরকার, সাবেদ আলী, আল-আমিন মিলন প্রমূখ। সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গ্রহিত কর্মসূচিসহ উপজেলার মৎস্য সম্পর্কিত সকল তথ্য উপস্থাপন করেন।

কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময়সভা গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরে অনুষ্টিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
এসময় সাংবাদিকদের মধ্যে কাউখালী উপজেলা প্রেসকøাব সভাপতি মো. আরিফুল হক মাহবুব, প্রেসক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক, মো. মেহেদি হাছান সোহাগ, মো. জয়নাল আবেদীন, মৎস্য বিভাগের প্রতিনিধি প্রদিপ কুমার, মো. দেলোয়ার হোসেন প্রমূখ।
২৮ আগষ্ট-২১ থেকে ০৩ সেপ্টেম্বর-২১ ইংপর্যন্ত সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ কাউখালী উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু হয়। তারই প্রেক্ষিতে শনিবার কাউখালী উপজেলার স্থানীয় সাংবাদিকদের নিয়ে উপজেলা মৎস্য বিভাগ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজস্থলীতে সংবাদ সম্মেলন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: প্রতি বছরের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শনিবার (২৮ আগস্ট) সকালে রাজস্থলী মৎস্য অফিসে এক সংবাদ সম্মেলন ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল হক,সাংবাদিক আজগর আলী খান, চাউচিং মারমা, কাইয়ুম হোসেন মিরাজ, অফিসের ক্ষেত্র সহকারী চিংনুমং মারমা, অফিস সহকারি বিষুরুপ চাকমা উপস্থিত ছিলেন।

এ সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা সাংবাদিক কে বলেন, ‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজস্থলীতে উক্ত কর্মসূচি সফলভাবে বাস্থবায়নের লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, প্রামান্য চিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা, মৎস্য উপকরণ বিতরণ, মাইকিং ও ব্যানার পোস্টারের মাধ্যমে প্রচার প্রচারণা এবং মতবিনিময় সভা হয় ।
উক্ত কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা করার জন্য আহবান জানাই।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাবতলীতে পোনা মাছ অবমুক্ত

আল আমিন মন্ডল, বগুড়া :: জাতীয় মৎস্য সপ্তাহ ২১ উপলক্ষে রবিবার ২৯ আগষ্ট ২১ বগুড়ার গাবতলী উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করলেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা জালাল, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরেজামান সিদ্দীকি, ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, সেকেন্দার আলী, আব্দুল মতিন মিঠু, আমিনুল ইসলাম, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ প্রমূখ।

রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। শনিবার থেকে মৎস্য সপ্তাহের সূচনায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষে এলাকায় মাইকিং করে প্রচারণা চালিয়েছে।
আজ রবিবার রাউজান পিংক সিটির লেকে মাছ ছাড়ার মধ্যদিয়ে মাছ অবমুক্ত করার কর্মসূচি পালিত হয়েছে। পিংক সিটি লেকে মাছ অবমুক্ত করার এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
প্রধান বক্তা ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর।
মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা এসি ল্যাণ্ড অতিশ দর্শী চাকমা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)