রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক আবু জাফর সাবু
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক আবু জাফর সাবু
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: জীবনযুদ্ধে হেরে গেলেন গাইবান্ধার সাংবাদিক আবু জাফর সাবু। করোনায় আক্রান্ত হয়ে ৮ দিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, পাঁচ দশকের অন্যতম প্রবন্ধক, কবিতা ও ছাড়াকার এই সাংবাদিক নেতা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫মিনিটে বগুড়ার টিএমএসাসে হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আবু জাফর সাবুর ছেলে আবু কায়সার শিপলু খবরটি নিশ্চিত করেছেন।
গত ২০ আগস্ট (শুক্রবার) সাংবাদিক আবু জাফর সাবুর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই রাতেই তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ আগস্ট (শনিবার) ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার দিবাগত রাত ১২টা ১৫মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ রবিবার (২৯ আগস্ট)বেলা ১২টায় তার মরদেহ গাইবান্ধা প্রেসক্লাবে নেয়া হয়। সেখানে আবু জাফর সাবুর দীর্ঘদিনের সাংবাদিক সহকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর বাদ যোহর গাইবান্ধা গোরস্থানজামে মসজিদে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
সাংবাদিক আবু জাফর সাবুর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসমূহের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
আবু জাফর সাবু ছিলেনগাইবান্ধার সাংবাদিকদের বাতিঘর। গাইবান্ধায় সাংবাদিকতার পেশাগত মানকে যারা প্রতিষ্ঠা করেছেন, আবু জাফর সাবু তাদের মধ্যে অন্যতম। সাংবাদিক নেতা হিসেবে আবু জাফর সাবু অত্যন্ত সাহস ও মুন্সীয়ানার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের স্বাধীনতার প্রশ্নেও তিনি ছিলেন আপসহীন।
আবু জাফর সাবুর জন্ম ১৯৪৮ সালের ২৭ জুন গাইবান্ধা জেলা শহরে। পিতা নাট্যব্যক্তিত্ব আব্দুর রশীদ মা লুৎফুন নেছা। দুজনেই সরকারি চাকুরিজীবি ছিলেন। পারিবারিক জীবনে স্ত্রী সুফিয়া খাতুন, তাঁর দুই ছেলে আবু সুফিয়ান রনি ও আবু কায়সার শিপলু। একমাত্র মেয়ে জাফরিন আকতার সুমি।