রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ
ভারত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ
ভারত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে । গত দেড় বছর ধরে করোনা পরিস্থিতির জন্য ভারত থেকে আন্তর্জাতিক উড়ানের আসা-যাওয়া বন্ধ রয়েছে। কথা ছিল, ৩১শে অগাস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে, পয়লা সেপ্টেম্বর থেকে আবার আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে।
আজ রবিবার বে-সামরিক বিমান পরিবহন সংক্রান্ত পরিচালক ডিজিসিএ একটি বিবৃতিতে জানিয়েছে, কোভিড-১৯ আরও বাড়ার সম্ভাবনা থাকায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানো হলো। একই সঙ্গে জানানো হয়েছে, কিছু কিছু নির্দিষ্ট রুটে নির্দিষ্ট ভাবে আন্তর্জাতিক উড়ান চালানোর অনুমতি দেওয়া যেতে পারে। তবে সেটা ক্ষেত্রবিশেষে দেখা যাবে।
ইতিমধ্যে ভারতের বিমানমন্ত্রক জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক এয়ার বাবল চুক্তি অনুযায়ী আগামী ৩রা সেপ্টেম্বর থেকে আবার বিমান চলাচল শুরু হবে। গত চার মাস বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচল বন্ধ ছিল। এখন ঠিক হয়েছে, ভারতের স্পাইসজেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া ঢাকায় যাওয়া আসা করবে। বাংলাদেশের বিমানও ভারতে আসবে। দুই দেশের মধ্যে এই মর্মে যে চুক্তি ছিল, তার মেয়াদ এ বছর ২৭শে মার্চ শেষ হয়ে গিয়েছিল। এখন আবার তা সই হয়েছে।