সোমবার ● ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মতিথি উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মতিথি উদযাপন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মতিথি উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির ও বুড়িমাতলা কালি মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অন্তে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। পরে সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে জন্মতিথি পালন কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ পালের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি তদন্ত মোজাম্মেল হক কাজী, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সত্যেন চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত, সম্পাদক অমরেন্দ নাথ সাহা, পুজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক সাংবাদিক তপন কুমার সরকার, প্রভাষক নিখিল কুমার প্রামানিক, বিমান কুমার সাহা, ইউপি সদস্য স্বপন কুমার সাহা, যুবলীগ ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম রাফি বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার।
আত্রাইয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
আত্রাই :: পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নওগাঁর আত্রাই থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে আত্রাই থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মামুন খাঁন চিশতি।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, নাজমুল হক নাদিম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, ওসি তদন্ত মোজাম্মেল হক কাজী প্রমূখ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মামুন খাঁন চিশতি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।