বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাজস্থলীতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার সকালে অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মঞো মেম্বার এর সঞ্চালনায় আলোচনা সভায় রাজস্থলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাংগালহালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা,বাঙ্গাল হালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুল ইসলাম রণি সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা,উপজেলা সেচ্ছসেবক দলের নেতা মিনহাজ উদ্দিন খোকন, উপজেলা তাতীদলের সভাপতি শাহাদাৎ হোসেন মামুন,শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক জসিমউদদীন সহ বিএনপি ও অঙ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজস্থলী বাজারে পঁচা মাছ বিক্রি দায়ে অর্থ দন্ড
রাজস্থলী :: রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যাগে ১ সেপ্টেম্বর বুধবার রাজস্থলী বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান কালে মাছ বাজারে পঁচা মাছ বিক্রি করার দায়ে তিন টি মামলায় প্রত্যেক কে তিনশত টাকা করে ৯ শত টাকা জরিমানা আদায় করে। হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য বিক্রি করায় হোটেল মালিকদের সর্তক করে দেন। অভিযান কালে উপজেলা মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, রাজস্থলী থানা ওসি মফজল আহমদ খান সহায়তা প্রদান করেন।