বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » বেলছড়িতে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে ২২ পরিবার
বেলছড়িতে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে ২২ পরিবার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙার বেলছড়িতে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে ২২টি দুঃস্থ ও অসহায় পরিবারে খুশির আমেজ বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বেলছড়ি ইউনিয়নের দুর্গম এলাকায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও উপজেলা টাস্কফোর্স কমিটির তত্ত্ব্বাবধানে ঘরগুলো অত্যন্ত মানসম্মতভাবে সম্পন্ন হয়েছে।
এ ইউনিয়নের উপকারভোগীরা বলেন, সরকারি ঘর পেয়ে আমরা খুবই আনন্দিত। পূর্বে ভাঙ্গা ঘরে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করতাম। পাকা ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সেই সাথে ইউএনও, পিআইও, চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের দয়ায় আমরা প্রধানমন্ত্রীর দেয়া এ উপহার ঘর পেয়ে সন্তুষ্ট চিত্তে পরিজন নিয়ে বসবাস করতে পারছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল বলেন, উপহারের ঘরে চাবি হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সুবিধাভোগীরা ঘরগুলোতে বসবাস শুরু করেছে।
মাটিরাঙা ইউএনও মো. হেদায়েত উল্লাহ বলেন, বেলছড়ি ইউনিয়নে ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে। গুচ্ছগ্রাম প্রকল্পের প্রকল্প পরিচালক ও খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ঘরগুলোর গুণগতমান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
৫নং বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে একটি চক্রের মাধ্যমে গৃহনির্মাণ কাজে অনিয়ম হয়েছে বলে প্রপাগাণ্ডা শুনা গেলেও মূলত এ ক্ষেত্রে অনিয়মের কোন সুযোগ নেই।
মূলতঃ খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সার্বিক তদারকিতে বেলছড়ি ইউনিয়নে ২২টি হতদরিদ্র দুস্থ, প্রতিবন্ধী, বিধবাসহ অসহায় মানুষদের প্রধানমন্ত্রীর উপহার ঘর পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন।