বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সড়ক সংস্কারের দাবিতে গণ অবস্থান
বিশ্বনাথে সড়ক সংস্কারের দাবিতে গণ অবস্থান
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জগন্নাথপুর, বৈরাগীবাজার-সিংগেরকাছ সড়কসহ উপজেলার বিভিন্ন ভাঙা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে গণ অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর বেলা ২টায় পৌরশহরের বাসিয়া ব্রিজের দক্ষিণমুখে তিনটি সংযোগ সড়কের যান চলাচল বন্ধ রেখে এ কর্মসূচী পালন করে বিশ্বনাথ সচেতন সমাজ কল্যাণ সংস্থা। এ কর্মসূচীতে স্ব-স্ব ব্যানার নিয়ে অংশ নেয় মানবতার ঘর সিংগের কাছ ও মানবসেবা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন।
সংগঠনের আহবায়ক ফজল খান সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠক বিভাংশু গুণ বিভু, সিরাজুল ইসলাম, রওনক আহমদ এনাম, বিভাস দে, আমিনুল ইসলাম, মঈন উদ্দিন, ইকবাল আহমদ, হাবিব রহমান, নজরুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, মানবতার ঘর সংগঠনের সদস্য শাহাব উদ্দিন নাজেল, আমিনুল ইসলাম, শাকিল আহমদ, আলিম উদ্দিন, হাবিব রহমান, মানবসেবা ফাউন্ডেশনের সদস্য কামরুল ইসলাম সাব্বির, লিমন আহমদ, সাজন আহমদ, বাদশা মিয়া, সিদ্দেক মিয়া, আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লুকমান মিয়া ও সাধারণ সম্পাদক ফরিদ মিয়া প্রমুখ।
বিশ্বনাথে চোরাই নলকূপসহ দুই চোর আটক
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে সাতটি চোরাই নলকূপ ও দুটি ভ্যানগাড়িসহ পেশাদার দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ সকালে উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক কাওছার আহমদ (১৮), উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তাহিদুর রহমানের ছেলে ও সোহাগ মিয়া (২৫), হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জব্দ করা হয় সাতটি নলকুপ ও দুটি ভ্যানগাড়ি।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর সাইফুল মোল্লা বলেন, গ্রেফতার দু’জনেই পেশাদার চোর। নলকূপ ও ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। মামলা নেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।