বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » নওগাঁ » অসুস্থ্য রোগীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন এমপি হেলাল
অসুস্থ্য রোগীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন এমপি হেলাল
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি গুড়নই গ্রামের অসুস্থ্য গোলাম হোসেনের পাশে দাঁড়ালেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।
বৃহস্পতিবার দুপুরে এমপির পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম গোলামের নিজ গ্রামের বাড়ী গুড়নই গিয়ে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন।
এর আগে গত ১৬ আগষ্ট গোলামের অসুস্থতার খবর পেয়ে তার বাড়ীতে গিয়ে দেখা করে সহায়তার হাত বাড়িয়ে দেন এমপি।
আর্থিক সহযোগিতা পেয়ে উচ্ছসিত হয়ে পড়েন গোলাম হোসেন। তিনি জানান, অনেক দিন হলো মেরুদন্ডের অসুখে চিকিৎসা এবং সংসার চালিয়ে যাওয়া নিয়ে খুবই চিন্তিত ছিলাম। এমপি স্যারের সহযোগিতায় এখন আমি স্বাচ্ছন্দে চিকিৎসা ও সংসার চালিয়ে যেতে পারবো।
সাংসদ আনোয়ার হোসেন হেলাল বলেন, কিছুদিন আগে গোলামের অসুস্থতার খবর পাই। তখন আমি ঢাকায় ছিলাম। এলাকায় এসে গত ১৬ আগষ্ট তার বাড়ীতে গিয়ে চিকিৎসা এবং সাংসারিক খোজ খবর নিয়ে আসি। এই সহযোগিতা আমার একার পক্ষ থেকে নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দিকনের্দেশনা থেকে শিক্ষা নিয়ে গোলামের প্রতি সহযোগিতা। এ সময় তিনি গোলামের জীবনের সফলতা কামনা করেন।
চেক হস্তান্তরের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়ছেন মানুষের জন্য। তিনি সবসময় মানুষের কল্যাণের কথা ভাবেন। গোলামের প্রতি এমপি’র সহযোগিতা সেই বিষয়টির উজ্জল দৃষ্টান্ত।
এ সময় যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হুমুয়ন কবির সোহাগ ও আ’লীগ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।