শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন হচ্ছে রাঙামাটি বিএনপির নতুন কমিটি
গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন হচ্ছে রাঙামাটি বিএনপির নতুন কমিটি
ষ্টাফ রিপোর্টার :: ৩ অক্টোবর : আগামী ৮ অক্টোবর রাঙামাটি জেলা বিএনপির সম্মেলন ৷ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ সম্মেলনে জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হবে ৷ এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্ব নির্বাচন করা হবে ৷ রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলানায়তনে দুপুর ২টা থেকে সম্মেলন শুরু হবে ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন মহা সচিব মোঃ শাহজাহান, সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান ৷ শুক্রবার সকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয় ৷
নির্বাচনের তফসীল ঘোষনা উপলক্ষে এ সাংবাদিক সম্মেলন আহবান করে জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ৷ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু নাছিরের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি রবীন্দ্র লাল চাকমা, তফাজ্জল হোসেন, রবি দে, সুজিত দেওয়ান ৷ এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জহির আহমদ সওদাগর, যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম সাকিল, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর রবিউল আলম রবি ৷
সাংবাদিক সম্মেলনে ঘোষিত তফসীল অনুযায়ী ২ অক্টোবর শুক্রবার বিকেল ৪টা থেকে ৪অক্টোবর সকাল ১০টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ করা যাবে ৷ মনোনয় পত্র দাখিল হবে ৪ অক্টোবর সন্ধ্যা ৭টা পর্যন্ত ৷ ঐ দির রাত ৮টায় মনোনয়ন পত্র বাছাই করা হবে ৷ বাতিলকৃত মনোনয়ন পুনঃবিবেচনার জন্য আপিল গ্রহণ করা হবে ৫ অক্টোবর সকাল ১০টায় এবং নিষ্পত্তি করা হবে ঐ দিন বিকেল ৫টায় ৷ মনোনয় পত্র প্রত্যহারের তারিখ ৬ অক্টোবর ৷ চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ৬ অক্টোবর রাত ৮টায় ৷ নির্বাচন পরিচালনা কমিটির ঘোষণা মতে এবারে রাঙামাটি বিএনপির নির্বাচনের ভোটার সংখ্য ১৬৭জন ৷
সাংবাদিক সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আবু নাছির বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছেন ৷ তাই দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবার রাঙামাটি বিএনপির জেলা কমিটি গঠন করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৷
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সব প্রস্তুতি নেয়া হয়েছে ৷ তবে সম্মেলনের আগের দিন পর্যন্ত যদি প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে কোন প্রকার সমঝোতা হলেও তা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৷ তিনি বলেন সরকার বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও রাঙামাটি বিএনপি ইতোমধ্যে সব উপজেলা ও নগর শাখায় নতুন কমিটি গঠন সম্পন্ন করেছে ৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাঙামাটি বিএনপি নিয়েও সরকার দল ষড়যন্ত্র করছে ৷ তবে বিএনপির ভেতর থেকে সম্মেলনে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ কঠোর অবস্থান নেয়া হবে বলে জানানো হয় ৷ বক্তব্যে বিএনপির এ নেতা বলেন বিএনপি একটি গণতান্ত্রিক ও বাংলাদেশী জাতীয়তাবাদি আদর্শের দল ৷ সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়কে সাথে নিয়ে বিএনপি রাজনীতি করে ৷ সম্প্রতি পাহাড়ি মুক্ত বিএনপি চাই ব্যানারে একটি মিছিলের নিন্দা জানিয়ে সাংবাদিক সম্মেলনে বলা হয় এটি বিএনপির বিরুদ্ধে একটি ষঢ়যন্ত্র ৷ এর শেখর কোথায় তা খুঁজে বের করা হবে ৷ এদিকে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে রাঙামাটি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক পদ প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহন করেছে দীপেন তালুকদার দীপু ও এডভোকেট মামুনুর রশিদ মামুন । আপলোড : ৩অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় :দুপুর ১.৪৭ মিঃ