শুক্রবার ● ৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » সনাক্তের হার ৭ এর ঘরে : ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
সনাক্তের হার ৭ এর ঘরে : ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৫জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৬৭৯ নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ২১ শতাংশ। জেলায় গত চার মাসের মধ্যে এটিই সর্বনিন্ম সনাক্তের হার।
শুক্রবার ৩ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন-ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শামসুদ্দীন (৯৫) নামে একজন।
জেলাওয়ারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন-ময়মনসিংহ জেলার ১ জন।
আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার দিলরুবা আক্তার (১৪), ত্রিশাল উপজেলার আয়েশা বেগম (৭৮), গফরগাঁওয়ের জাফর উল্লাহ (৫৮) এবং নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গিয়াস উদ্দিন (৭৩)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ৩ জন ও নেত্রকোণা জেলার ১ জন।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪৯ জন। এর মধ্যে ৯ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ৬৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ২১ শতাংশ। যা গত চার মাসের মধ্যে জেলায় সর্বনিন্ম শনাক্তের হার।