বুধবার ● ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের বানুর প্রশ্ন আর কত বয়স হলে ভাতা পাবো ?
ঝিনাইদহের বানুর প্রশ্ন আর কত বয়স হলে ভাতা পাবো ?
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ডের চাপালী কুঠি পাড়া গ্রামের তারা বানু বয়স ৭২ বছর৷ স্বামী মারা গিয়েছে অনেক বছর হলো ৷ স্বামী মারা যাওয়ার পর তারা বানু মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন ৷ কিন্তুু বয়সের ভারে এখন আর তেমন কাজ করতে পারেন না ৷ তাই অনেকটা অনাহারে অর্ধহারে দিন কাটে এই বৃদ্ধার ৷ অথচ তার কপালে জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড ৷ দুবেলা খেয়ে পরে বেচে থাকার জন্য তিনি একটি কার্ড চান ৷ বৃদ্ধার প্রশ্ন আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবো ? স্থানীয় জন প্রতিনিধির কাছে অনেক বার ধর্না দিয়েছেন একটি বয়স্ক কিংবা বিধবা ভাতার কাডের্র জন্য ৷ কিন্তুু তিনি তা পাননি৷ এব্যাপারে স্থানীয়রা জানান তারা বানুর চার ছেলে মেয়ে সবাই যে যার মত থাকে ৷ তার বেচে থাকার জন্য প্রয়োজন একটি ভাতার র্কাড ৷