রবিবার ● ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জেরেয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতবিনিমিয় সভা
জেরেয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতবিনিমিয় সভা
বান্দরবান প্রতিনিধি :: ’প্রবীণদের সেবা দিন নিজের বর্ধক্যের প্রস্তুতি নিন’ প্রবিণরা খুবই নিঃসঙ্গ আসুন আমারা তাদের পাশে দাাঁড়ায়’ এই সেøাগান নিয়ে জেরেয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বান্দরবান জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বান্দরবান শহরের ফিষ্ট রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তারা বলেন, আমাদের চার পাশে অবহেলিত প্রবীণদের খোজ খবর নেওয়া আমাদের নৈতিক দ্বায়িত্ব, প্রবীণদের সেবা দিন নিজের বর্ধক্যের প্রস্তুতি নিন’ প্রবীণরা খুবই নিঃসঙ্গ আসুন তাদের পাশে দাাঁড়ায়’ এই ফাউন্ডেশনের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃদ্ব বা বৃদ্বাদের সেবায় এগিয়ে আসবো। এ পাউন্ডেশনের মূল লক্ষ হচ্ছে এটাই।
এসময় মতবিনিময় সভায় জেরেয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কামাল পাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেরেয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম। এতে বক্তব্য রাখেন ফাইন্ডেশনের পরিচালক আমিনুর রহমান, এপেক্স ক্লাব অব বান্দরবানের ফাউন্ডার প্রেসিডেন্ট হাবিবুর রহমান,এ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া।
এসময় সাংস্কৃতিক সংগঠক আব্দুল মোমেন, এপেক্সিয়ান তৈয়বুর রহমান চৌধুরী, মো. রাশেদ, মো. মোজাম্মেল হক প্রমূখ উপস্থিত ছিলেন।