সোমবার ● ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » বিবিধ » রাঙামাটিতে প্রধানমন্ত্রীর প্রাণোদনা থেকে বঞ্চিত পেশাদার সংবাদকর্মীরা
রাঙামাটিতে প্রধানমন্ত্রীর প্রাণোদনা থেকে বঞ্চিত পেশাদার সংবাদকর্মীরা
রাঙামাটি :: রাঙামাটিতে পেশাদার দুর্বৃত্ত্বায়নে কারণে প্রধানমন্ত্রীর প্রাণোদনা থেকে তৃতীয়বার বঞ্চিত অনেক সাংবাদকর্মী ।
আজ ৬ সেপ্টেম্বর সোমবার ১৯ জনকে ১০ হাজার টাকা প্রানোদনা দিলেও প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে পেয়েছে, এসব ব্যতীত রাঙামাটিতে আর সংবাদকর্মী ছিল না ? প্রথম আলো, সমকাল, আমাদের নতুন সময়, বনিক বার্তা, আমাদের সময়, সময় টিভি, চ্যানেল ২৪, জাগো নিউজ, চট্টগ্রাম প্রতিদিন স্থানীয় প্রতিনিধি ,পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি আরো অনেকই ।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (তৃতীয় পর্যায়ে) সাংবাদিকদের প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.মামুন নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি বোরহান উদ্দীন মিন্টু ও সিনিয়র ম্যাজিষ্ট্রেট সানজিদা মুস্তারী প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় সংবাদকর্মী চৌধুরী হারুনুর রশীদ বলেন,রাঙামাটিতে সংবাদকর্মী ২২ জন ৫ জন ও ১৯ জনে সীমাবদ্ধ কেন ! এটাতো পেশাদার দুর্বৃত্ত্বায়নের প্রকৃত দৃশ্যমান নমুনা ! পর পর তিনবার সংশ্লিষ্ট পত্রিকার নিয়োগপত্রসহ সকল কাগজপত্র দিয়ে প্রাণোদনা পাইনি অনেকেই । তাই অদুর ভবিষ্যতে আর আবেদন করবো না ।
প্রথমবারসহ যারা প্রধানমন্ত্রীর অনুদান ২ পর্যায় পেয়েছে,তারা হলেন প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, উ রাখাইন কায়েস, মিল্টন বাহাদুর, মঈন উদ্দীন বাপ্পি, নুরুল আমিন এবং একেএম মকছুদ আহম্মেদ ।
সাবেক প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক গিরিদর্পনের সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ বলেন,আমিতো একবার পেয়েছি, আমার কিভাবে আবার চেক আসলো আমি জানি না।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (তৃতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রথমবার ২২ জনে ১০ হাজার টাকা, ২ দফা চিকিৎসা সহায়তার নামে প্রেস ক্লাবের একই ব্যক্তিরা ৫জনে ১ লক্ষ টাকা হতে সর্বনিম্ম ৫০ হাজার টাকা প্রধানমন্ত্রীর অনুদান ও তৃতীয় পর্যায়ে ১৯ জনের মধ্যে অনেকেই পর পর দুইবার পেয়েছেন।
প্রকৃত সংবাদিককর্মীরা কেউ একবার ও প্রধানমন্ত্রী প্রানোদনা পাইনি। এই জন্য দায়ী রাঙামাটির পেশাদার দুর্বৃত্ত্বায়নরা কান্ড জ্ঞানহীনতা । মাদকাসক্ত এক ব্যক্তি প্রাণমন্ত্রীর প্রানোদনা চেক নেয়ায় রাঙামাটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে তার ভিডিও ভাইরাল হয়েছে।
চট্টগ্রাম ফেডারেল সাংবাদিক ফেডারেশনের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, রাঙামাটি সংবাদকর্মীদের মাঝে সমন্বয় না থাকায় প্রকৃত সাংবাদিকরা প্রধানমন্ত্রীর প্রানোদনা থেকে বঞ্চিত হচ্ছে ।
এই বিষয়ে ফাতেমা জান্নাত মুমু বলেন, আমি বলেছিলাম প্রেস ক্লাবের ১৯ জনের তালিকার সাথে আমাদের তালিকা এক সংঙ্গে প্রেরণ করলে যাছাই করার সুযোগ ছিল। এককভাবে পুনরায় ১৯ জনের প্রেসক্লাব তালিকা প্রেরণ করায় অনেকেই পরপর দুইবার পেয়েছে ।