সোমবার ● ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত
নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমমধুম ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ৬ সেপ্টেম্বর ভোরে উপজেলার ঘুমমধুম ইউনিয়ন পরিষদ সংলগ্ন তুমব্রু বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্র জানায়, ভোর সাড়ে ৪ টায় ছৈয়দ নুর মার্কেটে একটি ব্রয়লার মুরগির দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে তারা তাৎক্ষনিক পার্শ^বর্তী উখিয়ার থানার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত বাজারে এসে পৌছাঁনোর আগে স্থানীয়দের প্রচেষ্টায় ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ সময় ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে বিভিন্ন দোকানের আনুমানিক ২২ লাখ টাকার চেয়েও বেশী মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।
এ ব্যাপারে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার এমদাদুল হক জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমরা চলে এসেছি ঘটনাস্থলে। কিন্তু স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় অগুন নিয়ন্ত্রণে আনেন।