মঙ্গলবার ● ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে মিশুক চালক হত্যার ঘটনায় গ্রেফতার-২
নবীগঞ্জে মিশুক চালক হত্যার ঘটনায় গ্রেফতার-২
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে মিশুকচালক আবিদুর হত্য মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই সন্দেহভাজন ২ জনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল শরিষপুর গ্রামের মৃত দরছ আরীর ছেলে ইউনুস মিয়া (৩৫) ও মৃত আব্দুল মোছাব্বিরের ছেলে জালাল মিয়া (৩২)। গত শনিবার গভীর রাতে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের নির্দেশনায় এসআই আবু সাঈদের নেতৃত্বে উপজেলার ৮নং সদর ইউনিয়নের সরিশপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার গুজাখাইর থেকে নবীগঞ্জে এসে যাত্রী নিয়ে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুরের এদিকে যাওয়ার পর থেকে মিশুক গাড়ি ও তার সন্ধান পাওয়া যাচ্ছিলনা। আত্নীয়-স্বজন, পরিচিত সকলসহ সম্ভাব্য সকল স্থানে খোজাখোজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। এদিকে নিখোঁজের ৩দিন পর শুক্রবার দুপুরে ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর শরিষপুর গ্রামে রাস্তার পাশের একটি ডোবায় লাশ দেখতে পান স্থানীয়রা, পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় লাশটি উদ্দার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। শুক্রবার দিবাগত রাতে নিহত আবিদুরের পিতা পাতা মিয়া বাদী হয়ে সংশ্লিস্ট ধারায় অজ্ঞাত দূবৃত্তদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই ঘটনার মূল রহস্য উদঘাটন ও প্রকৃত আসামীদের গ্রেফতার করতে তৎপরতা শুরু করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ পর্যন্ত সন্দেহভাজন হিসেবে ২ জনকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ বলেন, সন্দেহভাজন হিসেবে ২ জনকে গ্রেফতার করে প্রাথমিক জিঞ্জাসাবাদ শেষে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে সংশ্লিস্ট সকলকে আইনের আওতায় আনতে পারবো।