বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » সিন্দুকছড়িতে রাতের আঁধারে ১৫একর সেগুন বাগান ধ্বংস
সিন্দুকছড়িতে রাতের আঁধারে ১৫একর সেগুন বাগান ধ্বংস
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারার সিন্দুকছড়িতে ১৫একর জায়গায় সৃজিত বাগানের সেগুন গাছ কর্তন করেছে সন্ত্রাসীরা।
গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মধ্য রাতের আঁধারে সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খিমুড়া এলাকার পরিত্যক্ত সেনা ক্যাম্পের পার্শ্বে নিরীহ ৩ কৃষক সৃজিত বাগানের সেগুন গাছ কেটে ফেলে সন্ত্রাসীরা।
ভূক্তভোগী মো. আবুল বশার, নিরব আলী ও সোহেল রানা তাদের সৃজিত বাগানের বৃক্ষ নিধনের ঘটনায় পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সংগঠনের সদস্যদের দায়ী করে ৩০লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন।
পার্বত্য অঞ্চলে ভুমি দখলের মাধ্যমে এ অঞ্চল থেকে বিতাড়িত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্ত্রাসীরা এসব অপকর্ম চালাচ্ছে বলে তাদের দাবী।
খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পরিদর্শনে যান।