বৃহস্পতিবার ● ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাকুয়াখালী হত্যাকান্ডের বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
পাকুয়াখালী হত্যাকান্ডের বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে রাঙামাটির বাঘাইছড়ির পাকুয়াখালীতে নৃশংসভাবে ৩৫কাঠুরিয়া হত্যার বিচার ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
আজ বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সকালে জেলা শহরের শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা, ১৯৯৬সালের ৯ সেপ্টেম্বর ৩৫ কাঠুরিয়াকে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকান্ডের সুষ্ঠ বিচার ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন সম্পাদক খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাঘাইছড়ির সাবেক পৌর মেয়র আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি তাহেরুল ইসলাম সোহাগ, খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা শাখার আহবায়ক জালাল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৬সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির বাঘাইছড়ির পাকুয়াখালীতে বৈঠকে ডেকে ৩৫ কাঠুরিয়াকে হত্যা করে তৎকালীন শান্তিবাহিনীর সদস্যরা। ৯সেপ্টেম্বর পার্বত্য এলাকার বাঙালিদের কাছে এ দিনটি কালো দিন হিসেবে পরিচিত। পার্বত্য এলাকার বাঙ্গালীরা এ দিনটি পাকুয়াখালী ট্রাজেডি তথা ৩৫কাঠুরিযা হত্যাকান্ড দিবস হিসেবে পালন করে থাকে। এবারও হত্যাকান্ডের বিচারের দাবিতে দিবসটি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইয়াবাসহ আটক-১
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌর এলাকা নবীনগরে ১২৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ।
গতকাল বুধবার(৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার নবীনগর ২নং পৌর ওয়ার্ডের মৃত মজিদ লিডাররের ছেলে সোলায়মান বাদশা(৩৫) নামে ওই মাদক ব্যবসায়ীকে ১২৫পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতকে মাদকদ্রব্যসহ মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার বলেন, অবৈধ মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত দেশের যুব সমাজকে ধ্বংস করছে। তারা মাদকের মাধ্যমে দেশকে হুমকির মুখে ফেলছে। মাদক ব্যবসার সাথে সম্পৃক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
মাদক ব্যবসায়ীদের কখনো ছাড় দেওয়া হবে না। এ অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সেনাবাহিনীর চলমান অভিযান অব্যাহত থাকবে।