বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক
ঘোড়াঘাটে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৩ গ্রাম হিরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩নং সিংড়া ইউপি’র কশিগাড়ী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে হিরোইনসহ আটক করা হয়। জব্দকৃত হিরোইনের বাজারমূল্যে আনুমানিক প্রায় ৩০ হাজার টাকা।
আটক মাদক কারবারি তারাজুল ইসলাম মন্ডল (২৬), উপজেলার কশিগাড়ী সোনারপাড়া গ্রামের দিলজার আলী মন্ডলের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হিরোইন সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং আসামীকে ১৪(সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।