সোমবার ● ২০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » ব্যাংক ঋন গ্রহনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জিম্মাদার হিসেবে গন্য করার আহবান
ব্যাংক ঋন গ্রহনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জিম্মাদার হিসেবে গন্য করার আহবান
মাটিরাঙ্গা প্রতিনিধি :: দেশ ও জনগনের অতন্দ্র প্রহরী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি কমান্ডের অন্তরগত মাটিরাঙ্গা উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে সাংগঠনিক বিষয়ের উপর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ সেপ্টেম্বর সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হাসেম এর সার্বিক সমন্বয় ও সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনসুর আলী। সভায় প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধারা পুর্বে ব্যাংক লোন নিতে কারো জিম্মায় ঋন নিতে হতো না । বর্তমানে ব্যাংক লোন নিতে জিম্মাদার হিসেবে মাষ্টার বা একজন শিক্ষকের প্রয়োজন পড়ে । যা বীর মুক্তিযোদ্ধাদের জন্য অত্যান্ত বিব্রতকর ও লজ্জাজনক বিষয় । তিনি বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক ঋন গ্রহনের ক্ষেত্রে অন্য বীর মুক্তিযোদ্ধাদের জিম্মাদার বা সুপারিশকারী হিসেবে গন্য করার জন্য ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সকলকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান উপজেলার এই সাবেক কমান্ডার ।
অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম অভিযোগ করে বলেছেন, বীর মুক্তিযোদ্ধা মো. রইছ উদ্দিন তাহার বিরুদ্ধে মারধর অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেছেন । যে মিথ্যা মামলার হাজিরা তিনি অদ্যবদি দিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন। এ সময় মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধার বিষয়ে সরকার কর্তৃক মুক্তিযোদ্ধাদের নামের সর্বশেষ প্রকাশিত গেজেট ই চুড়ান্ত সমাধান বলে মন্তব্য যারা আপিল করেছেন তাদের আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার আহবান জানান তিনি ।
বীর মুক্তিযোদ্ধা সন্তান মো. সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা, আমতলী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. জমির আলী ।
সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. কালা মিয়া, সাবেক কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, বড়নাল ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল খালেক ও বীর মুক্তিযোদ্ধা নুরনবী, বেলছড়ির ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, পৌর এলাকার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে নুর মোহাম্মদ, মো. গিয়াস উদ্দিন ও ফাতেমা বেগম বক্তব্য রাখেন। এ ছাড়াও অনুষ্ঠানটির খাবার সরবরাহ সহ অন্যান্য আয়োজনে সহযোগিতা করেন পৌর ০২নং ওয়ার্ডের নবজাগরণ সামাজিক যুব সংগঠন।