বুধবার ● ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের নিরাপত্ত কর্মী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্য
চুয়েটের নিরাপত্ত কর্মী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্য
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর নারায়ণ কর (৫১) নামের এক নিরাপত্তা প্রহরীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ ২২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ গেইট সম্মুখে চুয়েট সীমানা প্রাচীরের সাথে লাগোয়া বৈদ্যুতিক খুঁটিতে আর্থিং তারে জড়িয়ে তার ঘটনাস্থালে মৃত্যু হয়। তিনি চুয়েটের শেখ রাসেল হলের গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
চুয়েট প্রশাসন সূত্রে জানা যায়, নিহত নারায়ণ কর চুয়েটের শেখ রাসেল হলের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে চুয়েটে সু-নামের সাথে চাকরি করে যাচ্ছিন। তার মৃত্যুতে চুয়েটে শোকের ছায়া বিরাজ করছেন। বিদ্যুৎস্পৃষ্টে নিহত নারায়ণ কর রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বুড়ির দোকান, এলাকার তালুকদার পাড়ার মৃত যতিন্দ্র করের পুত্র। সূত্র মতে, বুধবার সকালে তিনি চুয়েটে পরিতক্ত্য জায়গাতে বিভিন্ন সবজির ক্ষত করেন, সেখানে গড়ে তোলা সবজি ক্ষতে ধুন্দুল তোলার জন্য গেলে বৈদ্যুতিক খুঁটির সামনে আর্থিং তারে জড়িয়ে তিনি প্রাণ হারান। এ বিষয়ে চুয়েট স্টাফ এ্যসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হোসেন রুবেল বলেন, নিহত নারায়ণ কর আমাদের দীর্ঘসময়ের একজন সহকর্মী। তিনি চাকরি পাশাপাশি খালি জায়গায় সবজি আবাদ করতেন। সকালে তিনি সীমানা প্রাচীরের বাইরে ঝুলিয়ে থাকা ধুন্দুল তোলার জন্য গেলে সেখানে প্রাচীরের লগোয়া বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ে জড়িয়ে তিনি নিহত হন। তিনি আরও জানান, “এর আগে এই স্থানে কয়েকটি দূর্ঘটনা হয়েছে, পল্লী বিদ্যুৎ’কে বার বার অবিযোগ দেয়া হলেও তাঁরা কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। এবং কি আর্থিং হতে আগুন লেগে খুঁটির গোড়া পুড়ে গর্ত হয়ে গিয়েছে। যেকোন সময় খুঁটি ভেঙ্গে পড়ে যেতে পারে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এর কোন ব্যবস্থা গ্রহন করেন নি। তাই তাদের গাফিলতির কারণেই এই আমাদের সহকর্মীর মৃত্যু হয়েছে। আমার এটার সঠিক বিচার দাবি করছি। চুয়েট স্টাফ এ্যসোসিয়েশনের সভাপতি মো: জামাল উদ্দিন, ঘটনার খবর পেয়ে তিনি ছোটে আসেন। এসময় তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নারায়ণ কররে এই মৃত্যুর বিচার ও ক্ষতিপূরণ দাবী জানান। তিনি স্টাফ এ্যসোসিয়েশনের পক্ষথেকে শোকপ্রকাশ করেন। জানা যায়, নিহত নারায়ণ কররে এক ছেলে এক কন্যা সন্তান রয়েছে। চুয়েটের রেজিস্ট্রার (অতিঃ) ড. অধ্যাপক ফারুক-উজ জামান বলেন, পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুটা খুবই দুঃখজনক। তিনি আমাদের দীর্ঘদিনের কর্মচারী। তিনি আমাদের একজন ভালো কর্মচারী ছিলেন। তার মৃত্যুতে আমরা চুয়েট পরিবার খুবই মর্মাহত। এই বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জি.এম প্রকৌশলী আবুল কালাম বলেন, ঘটনাটি আমরা জানার পর ঘটনাস্থলে আমাদের কর্মকর্তা গিয়েছেন। চুয়েট কর্মচারী ধুন্দুল তুলতে গিয়ে খুঁটির আর্থিং ধরে টান দিলে তা ছিড়ে গিয়ে তিনি মারা যান। এই ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি কোন দায় নেই। তবে, আমরা তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান। এই বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছি।