বুধবার ● ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
মহালছড়িতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
মহালছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে গাছ বহনকারি ট্রাকের এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ ২২ সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুবাছড়ি ইউনিয়নের মধ্য আদাম এলাকায় গাছ আনতে গিয়ে ট্রাকটর নিয়ন্ত্রন হারালে এ দুর্ঘটনা ঘটে। তখন সদর উপজেলার টিএন্ডটি পাড়ার মো. রফিকের ছেলে মো. মোশারফ (৪৫) আহত হয়। তাৎক্ষনিক আহত মোশারফকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে মহালছড়ি থানা ওসি হারুনর রসিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোশারফ নামের একজন মারা গেছে। তবে, কিভাবে মারা গেছে তা নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মুবাছড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ
মহালছড়ি :: খাগড়াছড়ি জেলার মহালছড়ির মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গি নালা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর বুধবার সাড়ে ১০ টার দিকে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগানকে সামনে রেখে মুবাছড়ি ইউনিয়নের সিংগিনালা বাজারে মহালছড়ি খাদ্য বিভাগের পরিচালনায় খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ করা হয়। মুবাছড়ি ইউনিয়নে ২০১ জন হত দরিদ্রের মধ্যে ৩১ জন নতুন সদস্যকে উক্ত খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। হতদরিদ্র প্রত্যেককেই প্রতি মাসে ১০ টাকা হারে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এই সময় প্রকল্প চেয়ারম্যান নীল রঞ্জন চাকমা বলেন, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় এ মাসে নতুন ৩১ জন হত দরিদ্র অন্তর্ভুক্ত হয়েছে। প্রথমে এ নতুন ৩১ জনকে প্রদান করা হয়েছে। কয়েকদিনের মধ্যে অবশিষ্টদের দেয়া হবে।