বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঘোড়াঘাটে গ্রেপ্তার
পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঘোড়াঘাটে গ্রেপ্তার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘদিন পালিয়ে থাকা ৯টি মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবিরের নেতৃত্বে উপ-পরিদর্শক খুরশীদ আলম ও ফারুকুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, ঘোড়াঘাট পৌর এলাকার লালমাটি গ্রামের মৃত ফজল হকের ছেলে মাওলানা জহুরুল হক (৬২)।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘ ৫ বছর যাবত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, জয়পুরহাট ও দিনাজপুরে পৃথক ৯টি মামলা বিচারাধীন আছে। দুইটি মামলায় তাকে একবছর ও অপর আরেকটি মামলায় ৬ মাসের সাজাপ্রদান করেছে আদালত। এসবের বেশিরভাগই জালিয়াতি ও অর্থ-লেনদেন সংক্রান্ত মামলা। তথ্য প্রযুক্তির সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। তিনি এ সময় সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিকট থেকে বর্তমান সরকারের উন্নয়ন ও চলমান সমস্যা সম্পর্কে অবহিত হোন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকতা রাফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুর নেওয়াজ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ খান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আরিফুজ্জামান রানা প্রমুখ।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী দিনাজপুরে যোগদানের পর এই প্রথম ঘোড়াঘাট উপজেলা পরিদর্শনে এসে প্রথমে বুলাকিপুর ইউনিয়ন ভূমি অফিস, হরিপাড়া উচ্চ বিদ্যালয় ও ঘোড়াঘাট থানা পরিদর্শন করেন। শেষে তিনি উপজেলা পরিষদ চত্ত¡রে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুড়ালের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন।