শুক্রবার ● ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের ২ চালক নিহত
বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের ২ চালক নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের চালক সমিতির দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। নিহতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বড়বিল এলাকার বাসিন্দা ও বারইয়াহাট পৌরসভা মিনি ট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর নবী মাহফুজ (৩৮) ও মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছত্তরুয়া গ্রামের আমির হোসেনের পুত্র ও বারইয়াহাট পৌরসভা মিনি ট্রাক চালক সমবায় সমিতির সদস্য শহীদুল ইসলাম (৪০)।
আজ শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ অ্যাগ্রো ফুডসের একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ওই ট্রাক ও পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবীন জানান, দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বারইয়াহাট পৌরসভা মিনি ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি সেলিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল ছুটে আসি এবং নিহতদের লাশ আনার প্রক্রিয়া চলছে। রংপুর থেকে কাভার্ড ভ্যান ক্রয় করে তারা তিনজন শুক্রবার সকালে মিরসরাইয়ের বারইয়াহাট ফিরছিলেন পথে দুর্ঘটনার কবলে পড়ে দুইজন নিহত ও শহিদুল ইসলাম (৪২) নামে অপর একজন আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।