শুক্রবার ● ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যার চেষ্টা
জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যার চেষ্টা
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার গিদারীর কৃষক নুর আলম (৫০) কে লাটিসোটা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে একই গ্রামের আশরাফ আলীর বিরুদ্ধে। এবিষয়ে মামলার জন্য গাইবান্ধা সদর থানায় অভিযোগে দায়ের করেছে ভুক্তভোগীর ভাতিজা শামীম আহম্মেদ৷
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকালে গাইবান্ধা সদরের দক্ষিন গিদারী গ্রামে৷
অভিযোগ সূত্রে জানা যায়, সদরের দক্ষিণ গিদারী গ্রামের মফিজ উদ্দিনের পুত্র কৃষক নুর আলমের সঙ্গে একই গ্রামের আশরাফ আলীর দীর্ঘদিন যাবত জমিজমার বিরোধ চলে আসছিল৷ এর জেরধরে শুক্রবার সকালে বাড়িতে এসে প্রতিপক্ষ আশরাফ আলী, আলেমা, রশিদুল আপেল, হযরত, আনারুল ও আসিফ ঝগড়া ও গালিগালাজ করে। এক পর্যায়ে আসামীগণ লাঠি, লোহার রড, ধারালো ছোরাসহ দলবদ্ধ হয়ে আসামী হযরত আলীর হুকুমে কৃষক নুর আলমকে এলোপাথারী মারপিট শুরু করে। এতে শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। আসামী আশরাফ আলীর হাতে থাকা ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে নুর আলমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে গেলে আসামী আনারুল দুই হাত দিয়ে নুর আলমের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ আছে।
ওই সময় স্ত্রী শাপলা বেগম নুর আলমকে উদ্ধার করার চেষ্টা করলে আসামীরা তাকেও মারপিট শুরু করে এবং আসামী আশরাফ আলী শাপলা বেগমের পড়নের কাপড় টেনে হেচড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়। সেসময় আসামী আলেমা বেগম শাপলার গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। যার মূল্য ৩০ হাজার টাকা অভিযোগে উল্লেখ আছে। পরে আসামীরা খুন করবে, বাড়ীঘর ভেঙ্গে দেয়ারও হুমকি দিয়ে চলে যায়।
এসময় আশেপাশের লোকজন নুর আলম ও তার স্ত্রী শাপলা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদার রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্তে সত্যতা পেলে আইন-আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।