শুক্রবার ● ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » গফরগাঁওয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি, ছুরিকাঘাতে নিহত-২
গফরগাঁওয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি, ছুরিকাঘাতে নিহত-২
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গফরগাঁওয়ে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ‘জামালপুর কমিউটার’ চলন্ত ট্রেনের ছাদে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে গফরগাঁওয়ে জামালপুর-দেওয়ানগঞ্জ কমিউটার চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে।
ডাকাতদলের ছুরিকাঘাতে নিহত দুই যাত্রীর মধ্যে একজন হলেন-জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মিতালী বাজার এলাকার মো. ওয়াহিদের ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. নাহিদ (৪০) এবং মৃত অপর অজ্ঞাত (৪০) পুরুষ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও গুরুতর আহত অবস্থায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মাঝপাড়া গ্রামের হীরু মিয়ার ছেলে রুবেল (২২) জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রেনের ছাদে থাকা যাত্রী ঘটনার প্রত্যক্ষদর্শী ফারুক জানান, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে কমিউটার ট্রনের ছাদে ওঠে জামালপুরে আসছিলেন। গফরগাঁও স্টেশন থেকে কয়েকজন কয়েকজন যাত্রীবেশি ডাকাত ট্রেনের ছাদে ওঠার পর ট্রেনটি গফরগাঁও রেলস্টেশন ছাড়ার পর ট্রেনের ছাদের যাত্রীদের অনেকেই এসব যাত্রীবেশি ডাকাতদের ডাকাতির কবলে পড়েন। এসময় চার-পাঁচজনের ডাকাত দলটি অনেক যাত্রীর কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন লুট করে চলন্ত ট্রেনের ইঞ্জিনের দিকে চলে যায়। এরপর ট্রেনটি রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ রেলস্টেশন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ফারুক ও নাহিদসহ কয়েকজন যাত্রী এক হয়ে ট্রেনের ছাদে ডাকাতদের খুঁজতে যান।
এসময় তারা ডাকাতদের চিনতে পেরে কিছু বলার আগেই ডাকাতরা তাদের ওপর হামলা করে। এতে যাত্রী নাহিদ, রুবেল ও অজ্ঞাতপরিচয়ের একজনসহ তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ট্রেনের ছাদেই পড়ে থাকেন। আর ডাকাতরা রাত সাড়ে ১০টার দিকে কেওয়াটখালী ওভারব্রিজের কাছে নেমে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছুরিকাঘাতে হতাহত তিনজনকে জামালপুর রেলওয়ে স্টেশনে নামানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
আহত রুবেল মিয়ার বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ছাদে গফরগাঁও স্টেশন থেকে কয়েকজন ছিনতাইকারী ওঠে। এসময় ছাদে থাকা তিন যাত্রীর কাছ থেকে মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তারা বাধা দেন। পরে ছিনতাইকারীরা প্রথমে দু’জনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে রুবেল মিয়াকেও ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।
তিনি আরও বলেন, ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে ঢোকার আগেই কেওয়াটখালী ওভারব্রিজের কাছে মোবাইল ও নগদ টাকা-পয়সা নিয়ে ছিনতাইকারীরা নেমে যায়। পরে ট্রেনটি জামালপুর পৌঁছালে তিনজনকে ছাদ থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন মিয়া বলেন,‘নিহতদের মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’