শনিবার ● ১২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এএসআই নিহত, আহত ৩
গাজীপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এএসআই নিহত, আহত ৩
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে একটি ট্রাকের সঙ্গে পুলিশের মাইক্রোবাসের সংঘর্ষে জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এক এএসআই নিহত ও দুই কনস্টেবলসহ ৩জন আহত হয়েছেন ৷
১২ মার্চ শনিবার ভোরে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার পুস্পদাম রেস্টুরেন্টের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে ৷
নিহত এএসআইয়ের নাম মোঃ হারুন অর রশিদ (৩৬)৷ আহত কনস্টেবল মানিক (৪৫) ও জব্বার (৩২) এবং ড্রাইভার ফারুক মিয়াকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে৷ নিহত হারুন অর রশিদ জয়দেবপুর থানার এএসআই হিসেবে কর্মরত ছিলেন ৷ তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে ৷
মাওনা হাইওয়ে পুলিশের ওসি হেলালুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, পুস্পদাম এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি ট্রাক এঙ্সেল ভেঙ্গে বিকল হয়ে দাড়ানো ছিল৷ ভোর রাত ৪টার দিকে হোতাপাড়া ফাঁড়ির টহল পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসের ( ঢাকা মেট্রো- ১৪১৩১৮) পেছন দিক দিয়ে ওই ট্রাকে সজোরে আঘাত করে ৷ এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং এএসআই হারুনসহ ৩ কনস্ট্রেবল ও মাইক্রোবাস চালক আহত হয় ৷ গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এএসআই হারুন মারা যায় ৷ গুরুতর আহত কনস্ট্রেবল জব্বার, মানিকসহ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে এএসআই মোঃ হারুন অর রশিদ মারা যান ৷ আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ৷
নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছে ৷